World

৫৪ বছর পর পাওয়া গেল ১৯৬৮ সালে ভেঙে পড়া বিমানের খোঁজ

১৯৬৮ সালে ভেঙে পড়েছিল বিমানটি। তারপর অনেক খুঁজেও বিমানটিকে আর পাওয়া যায়নি। কোথায় যেন ভ্যানিস হয়ে গিয়েছিল। অবশেষে এতদিন পর তার খোঁজ মিলল।

১৯৬৮ সালের কথা। সেই সময় বিমানটি যাত্রী নিয়ে ভেঙে পড়ে। যাত্রীদের খোঁজে তল্লাশিতে গিয়ে কয়েকজন যাত্রীর দেহ পাওয়া গেলেও বিমানটি কোথায় যেন হারিয়ে যায়। অনেক খুঁজেও না পেয়ে অবশেষে হাল ছেড়ে দেন উদ্ধারকারীরা।

১৯৬৮ সালে সুইস আল্পসের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় যাত্রী নিয়ে বরফে মোড়া পাহাড়ের ওপর ভেঙে পড়ে বিমানটি। দুর্গম হিমবাহের আশপাশে অনেক খোঁজ হলেও তাকে আর পাওয়া যায়নি। মানুষ প্রায় ভুলতেই বসেছিলেন সেই বিমানের কথা। কিন্তু প্রকৃতি ফের তার কথা মনে পড়িয়ে দিল।


সুইস আল্পসের এল্যাশ্চ হিমবাহ এখন গলছে। বরফের পুরু চাদর এখন অনেকটাই পাতলা। এমনিতেই ইউরোপ জুড়ে এবার অস্বাভাবিক গরম। তার জেরে হিমবাহের বরফ দ্রুত গলছে।

পরিবেশ বদলের প্রভাব পড়েছে পাহাড়ের ওপরে জমে থাকা বরফের চাদরেও। আর তার ফলেই হিমবাহের পুরু বরফের চাদরের তলায় হারিয়ে যাওয়া বিমানটির ধ্বংসাবশেষ উঁকি দিয়েছে। যা দেখে আপ্লুত প্রশাসন। খুব দ্রুত তা সেখান থেকে তুলে আনার কাজ শুরু হয়েছে।


বরফ গলা অবস্থায় থাকতে থাকতেই ধ্বংসাবশেষ উদ্ধার করতে হবে। মনে করা হচ্ছে আপাতত কিছুটা ধ্বংসাবশেষ দেখা গেলেও বরফ আরও গললে আশপাশ থেকেই উদ্ধার হবে পুরো বিমানের টুকরো। যা থেকে সেদিনের দুর্ঘটনা সম্বন্ধেও একটা ধারনা পাওয়া যাবে। সঠিক কারণও এগুলি উদ্ধারের পর পরিস্কার হতে পারে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button