ভারতে সন্ত্রাসবাদী হামলা চালানোর কথা মেনে নিল হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাউদ্দিন। পাকিস্তানের একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে একথা মেনে নিয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা পাওয়া সালাউদ্দিন। পাশাপাশি তার হুমকি, যে কোনও সময়ে ফের ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ করতে পারে সে। ভারতে তার অনেক সমর্থক আছে বলেও খোলাখুলি দাবি করে সালাউদ্দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা আগেই গত ২৬ জুন সৈয়দ সালাউদ্দিনকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তকমা দেয় হোয়াইট হাউস। তারপর এটাই ছিল পাক টিভি চ্যানেলে তার প্রথম সাক্ষাৎকার। আর সেখানেই পাকিস্তানে বসে সংবাদমাধ্যমে সালাউদ্দিন বেপরোয়াভাবেই জানিয়ে দিল ভারতে অনেক অপারেশন সে চালিয়েছে। যে কোনও সময়ে ফের আঘাতও হানতে পারে সে।