যুদ্ধবিমান সুখোই-২৫ এ সিরিয়ায় বিদ্রোহী সংগঠন জাবাত আল-নুসরা-র ঘাঁটি লক্ষ্য করে বোমাবর্ষণ চলছিল। রাশিয়ান যুদ্ধবিমান সিরিয়া সরকারের পাশে দাঁড়িয়ে অনেকদিন ধরেই সরকার বিরোধী বিদ্রোহী গোষ্ঠীর ওপর হামলা চালাচ্ছে। খবরে প্রকাশ, রবিবার সকালে তেমনই এক রাশিয়ান যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে বিদ্রোহীরা। বিমানে আগুন ধরে যায়। বিমানটি ভেঙে পড়ার আগে প্যারাস্যুটের সাহায্যে প্রাণে বাঁচেন পাইলট। সেকথা তিনি রাশিয়ান বায়ুসেনার দফতরে জানান। কিন্তু প্যারাস্যুটে ভেসে তিনি যেখানে নামেন সেটা জাবাত আল-নুসরার দখলে থাকা এলাকা।
অভিযোগ, সেখানেই রাশিয়ার ওই সেনা পাইলটকে নৃশংসভাবে হত্যা করা হয়। একথা জানার পর পাল্টা বড় ধরণের আক্রমণ হানে রাশিয়ান যুদ্ধবিমান। গুঁড়িয়ে দেওয়া হয় জাবাত আল-নুসরার ঘাঁটি। কমপক্ষে ৩০ জন বিদ্রোহীর এই হামলায় মৃত্যু হয়েছে বলে মনে করছে সিরিয়া প্রশাসন।