রাতের অন্ধকারে ফের আকাশপথে ‘শত্রুরা’ ক্ষেপনাত্র হামলা চালিয়েছে সিরিয়ায়। গুঁড়িয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি বায়ুসেনা ঘাঁটি। হামলার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৮ জন সেনার। মৃতদের মধ্যে অধিকাংশই সিরিয়া, ইরাক ও ইরানের বাসিন্দা। জখম হয়েছেন কমপক্ষে ৫৭ জন। আর সেই হামলা যৌথভাবে চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। দেশের সংবাদমাধ্যমের কাছে এমনটাই দাবি করলেন সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদ। অবশ্য হামলার ব্যাপারে আমেরিকা বা ব্রিটেন কেউই এখনও অবধি দায় স্বীকার করেনি।
গত রবিবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টা। আচমকাই পর পর ক্ষেপণাস্ত্র এসে আছড়ে পড়তে থাকে সিরিয়ার আলেপ্পো ও হামা প্রদেশের বুকে। লক্ষ্য ছিল ওই এলাকার একাধিক বায়ুসেনা ঘাঁটি। ৯টি ক্ষেপণাস্ত্রের আঘাতে চোখের নিমেষে মাটিতে মিশে যায় সিরিয়ার বায়ুসেনা ঘাঁটিগুলি।
২০১৪ সাল থেকেই সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে সেটার উদ্দেশ্য ছিল মূলত জঙ্গিদের নিশ্চিহ্ন করা। কিন্তু বিদ্রোহী নিধনের নামে আসাদ সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করে এপ্রিলের প্রথমদিকে সিরিয়া সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ হানে ট্রাম্প সরকার।