World

সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ২০ জনের মৃত্যু

সিরিয়ায় কুর্দিশদের দখলে থাকা শেহেল শহরে গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যু হল ২০ জনের। যার মধ্যে কুর্দিশ আত্মরক্ষা বাহিনীর সদস্য ও তেলের খনির কর্মী রয়েছেন। এমনই জানিয়েছে সিরিয়ার ওপর নজর রাখা মানবাধিকার কমিশন। জোড়াল বিস্ফোরণে গোটা এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের দায় কোনও সংগঠন স্বীকার না করলেও এই ঘটনার পিছনে সন্ত্রাসবাদী সংগঠন আইএস-এর হাত রয়েছে বলে মনে করছে মানবাধিকার কমিশন।

গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটে। পূর্ব ইউফ্রেটিস নদী অঞ্চল থেকে আইএস-কে সরানো প্রায় সম্পূর্ণ। আইএস এখান থেকে নির্মূল হওয়ার পর্যায়ে পৌঁছে গেছে। ফলে এ ধরণের আক্রমণকে শেষ কামড় বলেও মনে করা হচ্ছে।


Syria
ফাইল : সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণ, ছবি – আইএএনএস

সিরিয়ায় আইএস-কে কোণঠাসা করার কাজ চলছে দীর্ঘ সময় ধরে। সিরিয়া ও ইরাকে আধিপত্য তৈরি করতেই আত্মপ্রকাশ করে সন্ত্রাসবাদী সংগঠন আইসিস। পরে বিশ্বে সন্ত্রাসবাদের এক ভয়ংকর রূপ হিসাবে সামনে উঠে আসে তারা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button