তিনি একজন অত্যন্ত সস্তাদরের অভিনেত্রী। তাঁর নাকি মানসিক ভারসাম্যও ঠিক নেই! এভাবেই সোশ্যাল মিডিয়ায় একজন ট্রোল করেন অভিনেত্রী তাপসী পান্নুকে। এমন তো কতজনই কত কিছু বলেন! অভিনেতা, অভিনেত্রীরা সেসব কানেও তোলেন না, গুরুত্বও দেন না, গায়েও মাখেন না। কিন্তু তাপসী পান্নু একটু অন্য পথে হাঁটতে ভালবাসেন। তাই ট্রোল হলে আগেও তিনি উত্তর দিয়েছেন। এবারও উত্তর দিলেন।
ওই ব্যক্তিকে তাপসী পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন, ওই ব্যক্তি তাঁকে তাহলে কবে থেরাপি দিচ্ছেন। আর দরদামের ক্ষেত্রে তিনি জানান যে কীভাবে একজন ‘দামি’ অভিনেতা হতে হয়। তাঁরও তো দাম বাড়া উচিত তাই না! তাপসী এই উত্তর দেওয়ার পর তাঁর এক ভক্ত তাঁকে এসব ট্রোল এড়িয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি লেখেন, এরা এমনই। এরা শোধরানোর নয়। তাই তাঁদের কথায় গুরুত্ব দিতে মানা করেন তাপসীকে। তারও উত্তর দেন তাপসী।
তাপসী পান্নু তাঁর ভক্তের উদ্দেশ্যে লেখেন, তিনি চান না এরা পাল্টাক। এমন ট্রোল যাঁরা করে থাকেন তাঁরা মনোরঞ্জনের খোরাক বলেও দাবি করেন তাপসী। এরা বদলে গেলে এদের হিউমার আর পাওয়া যাবে না। এই ট্রোল শিকারিরা তাঁদের অনেক নতুন ভাবনা দেন। এখন সেগুলো কীভাবে ব্যবহার করবেন তা তাঁদের ওপর বলে জানান তাপসী। পুরো কথাগুলোর মধ্যই একটা শ্লেষ লুকিয়ে ছিল তা বলাই বাহুল্য। তবে অনেকেই কিন্তু তাপসীকে এসব নিয়ে তর্ক করতে মানা করেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা