করিনা কাপুরের সঙ্গে কথোপকথন। সেই অনুষ্ঠানে করিনার প্রশ্নের উত্তর দিচ্ছিলেন অভিনেত্রী তাপসী পান্নু। আর সেখানেই নিজের এক পুরনো অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন পিঙ্ক অভিনেত্রী। তাপসী জানান, গুরুপরবের সময় তিনি তাঁর পরিবারের সকলের সঙ্গে গুরুদ্বারে হাজির হতেন। সেখানেই একটি জায়গায় খাবার বিতরণ করা হত। সেখানে প্রতি বছরই গিয়ে খাবারটা নিতেন তাঁরা। স্বভাবতই সেখানে ভিড় হত।
তাপসী জানান, আগেও সেই ভিড়ে ঢুকে অপ্রীতিকর পরিস্থিতির শিকার হতে হয়েছে তাঁকে। তাই ভিড়ে প্রবেশ করার সময় সেবার তাঁর মাথায় সেটা কাজ করছিল। তিনি নিজেকে এমন পরিস্থিতির জন্য মানসিকভাবে তৈরিও রেখেছিলেন। তারপর ভিড়ে প্রবেশ করার পর তাঁর অনুমান কাজে লাগে। তিনি এক অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েন। ভিড়ের মধ্যে তিনি অনুভব করেন কেউ তাঁর পিছনে খারাপ ভাবে হাত দেওয়ার চেষ্টা করছে।
তাপসী জানান, তিনি প্রথমবার বুঝতে পারেন। তারপর দ্বিতীয়বার ওই ব্যক্তি পিছন থেকে এমন কাণ্ড করার চেষ্টা করতেই তিনি ঘুরে দাঁড়ান। তারপর দ্রুত ওই ব্যক্তির আঙুলটা চেপে ধরেন। উচিত শিক্ষা দিতে চেপে ধরা আঙুল ধরে মুচড়ে দেন তাপসী। তারপর দ্রুত ভিড়ে মিশে যান। সে কথা এখনও তাঁর মনে রয়ে গেছে। তাপসীর মতে, তিনি ওই ব্যক্তিকে সেদিন কড়া শিক্ষাই দিতে পেরেছিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা