তিনি সঠিক সিনেমা বেছে নেন। প্রয়োজনে নির্মাতারা তাঁর কথাকে গুরুত্ব দিয়ে সিনেমায় বদল করেন। এ থেকে বোঝা যায় যে তিনি এখন একজন এমন অভিনেত্রীর জায়গায় পৌঁছতে পেরেছেন যিনি টাকা তুলে দিতে পারেন। সিনেমাও দিনের শেষে একটা ব্যবসা। যদি প্রযোজক তাঁর তৈরি সিনেমা থেকে রোজগার করা সম্বন্ধে নিশ্চিত না থাকেন তাহলে কেন তিনি সিনেমায় লগ্নি করবেন? এমনই জানালেন অভিনেত্রী তাপসী পান্নু। তাঁর দাবি, সাফল্যই তাঁকে সঠিক সিনেমা বেছে নিতে সাহায্য করে।
তাপসী পান্নু দক্ষিণী সিনেমায় অভিনয় শুরু করেন আগেই। পরে ২০১২ সালে ‘চশমে বদ্দুর’ সিনেমা দিয়ে তাঁর বলিউডে পা দেওয়া। তবে তাঁকে সবচেয়ে বড় সাফল্য দেয় ২০১৬ সালে তৈরি ‘পিঙ্ক’। এছাড়াও ‘বেবি’, ‘নাম শাবানা’, ‘মুল্ক’ সহ নানা সিনেমা তাঁকে খ্যাতি এনে দিয়েছে। সেই তাপসী মনে করেন তিনি যদি সিনেমায় সাফল্য না পেতেন তাহলে তিনি সঠিক সিনেমা বেছে নেওয়ার জায়গায় থাকতেন না।
তাপসী পান্নুর নতুন সিনেমা ‘থাপ্পড়’ হলে মুক্তি পাওয়ার অপেক্ষায়। আগামী ২৮ ফেব্রুয়ারি সিনেমাটি হলে মুক্তি পেতে চলেছে। এই সিনেমা নিয়ে তাপসী ভীষণ আশাবাদী। এর আগে গত বছর দিওয়ালীতে মুক্তি পায় তাঁর ‘ষাণ্ড কি আঁখ’। এই সিনেমায় ভূমি পেডনেকর-এর সঙ্গে তিনিও পুরস্কার জিতে নেন। এখন বলিউডে নিজের পায়ের তলার জমি শক্ত করে নিয়েছেন তাপসী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা