স্যুপ থেকে বেরিয়ে আছে কুমিরের পা, দেখেই খিদে উবে গেল অনেকের
স্যুপ স্বাস্থ্যকর এবং উপাদেয় খাবার হিসাবেই পরিচিত। সেই স্যুপ থেকে বেরিয়ে আছে কুমিরের পা। এমন স্যুপ দেখে কার্যত ভিরমি খাচ্ছেন মানুষজন।
স্যুপ তো স্বাস্থ্যকর খাবার। এবার অন্তর্জালে একটি স্যুপ ছড়িয়ে পড়েছে বিদ্যুতের গতিতে। যার নাম গডজিলা ব়্যামেন। আর পাঁচটা স্যুপের মতই একটি স্যুপ। শুধু স্যুপটির বিশেষত্ব হল স্যুপের বাটি থেকে বেরিয়ে এসেছে একটি কালো কুমিরের পা! যার একটি অংশ স্যুপে ডোবানো, আর আঙুলের প্রান্তটি স্যুপের বাটি থেকে বাইরে বেরিয়ে ঝুলছে। এটি নাকি খেতেও দারুণ।
কুমিরের পায়ের স্যুপ! অন্তত একটি ভিডিওতে থাকা মহিলার অভিব্যক্তি তাই বলছে। স্যুপটি কুমিরের পা দিয়ে তৈরি বলা হলেও তাতে ৪০ রকমের উপাদান পড়েছে। যা সবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর।
তাইওয়ানের একটি রেস্তোরাঁ এমন এক স্যুপ বানিয়ে কার্যত গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। ভয়ও পাইয়ে দিয়েছে। তাইওয়ান নিউজ এই খবরটি প্রকাশ করার পর বিশ্বের তামাম সংবাদমাধ্যম এই গডজিলা ব়্যামেন-এর খবরটি প্রকাশ করেছে।
এই কুমিরের পায়ের স্যুপ কুমিরের পা দিয়েই তৈরি। কুমিরের সামনের পা এই স্যুপ বানাতে কাজে লাগানো হয়। যা একটি কুমিরের খামার থেকে আনানো বলে জানা যাচ্ছে।
যে রেস্তোরাঁ এই স্যুপ বানাচ্ছে তারা পরিস্কার জানিয়েছে আগাম অর্ডার ছাড়া এই স্যুপ তারা সার্ভ করতে পারবেনা। দিনে মাত্র ২ জনকেই এই স্যুপ সার্ভ করতে পারবে তারা।
স্যুপে কুমিরের পা মূল আকর্ষণ হলেও তার সঙ্গে রয়েছে ডিম, বেবিকর্ন এবং আরও নানা উপাদান। স্যুপটিতে বেরিয়ে থাকা কুমিরের ওই কালো পা কার্যত বহু মানুষের খিদে উড়িয়ে দিয়েছে। খেতে ইচ্ছা হওয়ার চেয়ে অধিকাংশ মানুষের খাবার ইচ্ছে উবিয়ে দিচ্ছে এই তাইওয়ানি স্যুপ।