প্রবল কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই বহু মানুষ বাড়িঘর, অফিস, দোকান ছেড়ে বাইরে খোলা জায়গায় বেরিয়ে আসেন। অনেকে লিফটে আটকে পড়েন। কাঁপতে থাকে বাড়ি, আসবাব। একটি অট্টালিকাই কম্পনের জেরে হেলে যায়। হবে নাই বা কেন! কম্পনের মাত্রা যে ছিল ৬.১। যা খাতায় কলমে প্রবল কম্পন হিসাবেই পরিগণিত হয়।
প্রথম কম্পনের পর আরও আতঙ্ক বাড়িয়ে ৪৫ মিনিটের মধ্যে আরও ৩টি আফটার শক। যদিও আফটার শকগুলির মাত্রা অতটা ছিলনা। তবু কম্পন অনুভূত হয়। ৪.১, ৩.১ এবং ৩.৪ এই ছিল পরপর ৩টি আফটার শকের কম্পনের মাত্রা।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা ১ মিনিটে এই কম্পন অনুভূত হয় তাইওয়ানে। তাইওয়ানের হুয়ালিয়ান শহর ও তার আশপাশের এলাকায় কম্পনের মাত্রা ছিল সবচেয়ে বেশি। কম্পনের কেন্দ্রস্থল ছিল জলের ১৮.৮ কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হলেও কোনও সুনামি সতর্কতা জারি হয়নি।
কম্পন প্রবল হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অজানা। কোনও হতাহতেরও খবর নেই। তবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কম্পনের জেরে দিনের একেবারে মধ্যভাগে কাজের সময় কাজকর্ম বিঘ্নিত হয়। আতঙ্ক ছিল বিকেল পর্যন্ত। আফটার শকের আতঙ্ক দীর্ঘক্ষণ আমজনতাকে তাড়া করে বেরিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা