National

তাজমহলে ঢুকতে পারলেননা ‘শ্রীকৃষ্ণ’, বাইরেই বাজালেন বাঁশি

তাজমহলে প্রবেশ করার চেষ্টা করেছিলেন। কিন্তু বিফল হলেন। তাঁকে আটকে দিলেন সুরক্ষাকর্মীরা। অগত্যা হাতের বাঁশি বেজে উঠল তাজের বাইরেই।

সামনেই জন্মাষ্টমী। সেজন্য বৃন্দাবন, মথুরায় ভিড় বাড়ছে। বহু পর্যটক ভিড় জমাচ্ছেন এখানে। আর ব্রজভূমিতে এসে তাজমহলই বা দর্শন তালিকা থেকে বাদ যায় কেন! তাই অনেকেই পৌঁছে যাচ্ছেন তাজমহলে।

গত শনিবার সেখানেই হাজির হয়েছিলেন এক ব্যক্তি। সারা গায়ে নানা রঙের সাজ। রঙিন পোশাকে কত যে রঙের খেলা তা গুনে ওঠা মুশকিল।


মাথায় অপূর্ব দর্শন রঙিন মুকুট। তেমনই তাঁর মুখে রঙের অলঙ্করণ। একবার নজর পড়লে নিমেষে চোখ সরানো মুশকিল।

হাতে তাঁর একটি বাঁশি। সাক্ষাৎ শ্রীকৃষ্ণ সেজে তিনি সহজেই সকলের মনোযোগ আকর্ষণ করে নিয়েছিলেন তাজমহলের সামনে।


জন্মাষ্টমী পালন করতেই তাঁর এই সাজ। আর ওই সাজেই তিনি তাজমহলে প্রবেশ করতে এগিয়ে যান দরজার দিকে। ইচ্ছে ছিল তাজমহলের মধ্যেই তিনি পালন করবেন জন্মাষ্টমী।

কিন্তু বাধ সাধেন দরজায় দাঁড়ানো নিরাপত্তারক্ষীরা। তাঁরা ওই পোশাকে তাঁকে তাজমহলে ঢুকতে বাধা দেন। অনেক বোঝানোর চেষ্টা করার পরও নিরাপত্তারক্ষীরা তাঁকে তাজমহলে প্রবেশ করতে দেননি।

অগত্যা বিফল হয়ে বাইরেই কিছুটা সময় কাটান শ্রীকৃষ্ণের সাজে থাকা ওই ব্যক্তি। বাইরে দাঁড়িয়েই হাতের বাঁশি বাজাতে থাকেন তিনি। সেই সুরে মুগ্ধ হয়ে যান তাজমহল দেখতে আসা পর্যটকরা।

তাঁকে ঘিরে ধরেন সকলে। শোনেন তাঁর বাজানো বাঁশি। জন্মাষ্টমীর মহলে এমন এক বাঁশির সুর পর্যটকদের মোহিত করে দেয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button