গত বছর মে মাসে একটি ট্রাক বোমা বিস্ফোরণের পর এতবড় বিস্ফোরণের ঘটনা কাবুলে ঘটেনি। ঘটল শনিবার। শনিবার সকালে কাবুলের ভিড়ে ঠাসা এলাকায় অ্যাম্বুলেন্সে বিস্ফোরক নিয়ে দূতাবাস ও সরকারি দফতরে ভর্তি রাস্তায় ঢুকে পড়ে এক জঙ্গি। জামুরিয়াত হাসপাতালে রোগী নিয়ে যাচ্ছে বলে জানিয়ে সে প্রথম পুলিশ ফাঁড়ি পারও করে। কিন্তু দ্বিতীয় ফাঁড়িতে পুলিশ তাকে আটকে জিজ্ঞাসাবাদ করতে যেতেই আচমকা গাড়িতে ঠাসা বিস্ফোরক ফাটিয়ে দেয় সে। বিকট শব্দের জোড়াল বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। ছিটকে পড়েন মানুষজন। রক্তাক্ত অবস্থায় আর্তনাদ করতে থাকেন বহু মানুষ। কেউ ঝলসে গেছেন, কারও হাত-পা উড়ে গেছে, কারও বা দলা পাকানো নিথর দেহ পড়ে থাকতে দেখা যায় রাস্তায়। মুহুর্তে এলাকা ঘিরে নিয়ে শুরু হয় উদ্ধারকাজ। ১৫০ জনের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত ৬৩ জন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ফলে শেষ পর্যন্ত মৃতের সংখ্যা কোথায় দাঁড়াবে তা পরিস্কার নয়।
এদিকে বিস্ফোরণের তীব্রতায় আশপাশের গাড়ি পুড়ে গেছে। বেশ কিছু বাড়ির ভালোরকম ক্ষতি হয়েছে। তালিবানের তরফে এই হামলার দায় স্বীকার করা হয়েছে। গোটা কাবুল জুড়ে চরম সতর্কতা নেওয়া হয়েছে। গোটা শহরেই শোক ও আতঙ্কের আবহ বিরাজ করছে।