মহারাষ্ট্রের সংস্থা আরপিজি-র ৭ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে অপহরণ করল তালিবান জঙ্গিরা। এঁরা সকলেই আফগানিস্তানে কর্মরত। রবিবার তাঁরা বাগ-এ-শামাল এলাকার একটি ইলেক্ট্রিক্যাল সাবডিভিশনের দেখভালের কাজে গিয়েছিলেন। তাঁদের গাড়ির চালক ছিলেন একজন আফগান। ওই এলাকা থেকেই তালিবান জঙ্গিরা ৭ জনকে গাড়ির চালক সহ অপহরণ করে বলে অভিযোগ। যদিও কোনও অপহরণের কথা কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি। তবে ঘুরপথে স্থানীয় প্রশাসনের তরফে তালিবানের সঙ্গে যোগাযোগ করা হয়। তালিবান তাঁদের ভুলবশত অপহরণের কথা স্বীকার করেছে বলে দাবি করেছে বাগ-এ-শামাল প্রশাসন। তালিবানের তরফে তাঁদের কাছে নাকি স্বীকার করা হয়েছে যে তারা ভুল করে আফগানিস্তানের সরকারি আধিকারিক ভেবে ৭ ভারতীয় ইঞ্জিনিয়ারকে তুলে নিয়ে গেছে।
এদিকে এই ঘটনা সামনে আসার পরই ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে আফগান সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। লাগাতার পরিস্থিতির খবরাখবর নিচ্ছে বিদেশমন্ত্রক। ভারতীয় ইঞ্জিনিয়ারদের তালিবানদের খপ্পর থেকে কীভাবে বার করে আনা যায় তা নিয়েও আলোচনা চলছে। তবে ভুলবশত হলেও তালিবানরা এখনও ভারতীয় ইঞ্জিনিয়ারদের মুক্তি দেয়নি। মুক্তি দেয়নি তাঁদের আফগান গাড়িচালককেও।