ইদ উপলক্ষে ৩ দিনের জন্য আফগানিস্তানে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করেছিল তালিবান জঙ্গিরা। সেই ৩ দিনের সময়সীমা শেষ হয়েছে গত রবিবার। তারপর ২ দিনে তেমন কোনও বড় ধরণের আক্রমণ না হানলেও বুধবার ফের স্বমূর্তি ধারণ করল তালিবানরা। আফগানিস্তানের পশ্চিম প্রান্তের প্রদেশ বাদঘিসে বুধবার একটি আফগান সেনা ঘাঁটিতে হানা দেয় তালিবান জঙ্গিরা।
বাদঘিস প্রশাসনের তরফে জানানো হয়, বুধবার খুব ভোরে বিভিন্ন দিক থেকে আচমকা আক্রমণ হানে তালিবান জঙ্গিরা। প্রথমে কার্যত দিশেহারা হয়ে পড়েন আফগান সেনারা। তারপর আফগান সেনা ও তালিবান জঙ্গিদের মধ্যে একটানা গুলিযুদ্ধ চলে। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর অবশেষে ৩০ জন আফগান সেনার মৃত্যু হয়। তালিবান জঙ্গিরা আফগান সেনাঘাঁটিটি দখল করে নেয়।
ইদ উপলক্ষে আফগান সরকারের তরফেও তালিবান বিরোধী অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ফলে ইদে শান্তই ছিল অশান্ত আফগানিস্তান। কিন্তু উৎসব মিটতেই সেই অশান্তি ফের ফিরে এল।