শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা। আফগানিস্তানের মায়দান ওয়ারদাক প্রদেশে ব্যস্ততা বাড়ছে। ঠিক সেই সময় মায়দান শার এলাকা দিয়ে পাস করছিল একটি পুলিশের গাড়ি। গাড়িতে বেশ কয়েকজন পুলিশকর্মী ছিলেন। আচমকা একটি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে পুলিশের গাড়িটির সামনে হাজির হয় এক ব্যক্তি। তারপর কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যক্তি বিস্ফোরণ ঘটায়। ওই মানববোমার বিস্ফোরণে গাড়িটিতে মজুত বিস্ফোরক ফেটে যায়। চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই ৫ পুলিশকর্মীর মৃত্যু হয়। বিস্ফোরণের তীব্রতায় দেহগুলি চারপাশে ছড়িয়ে পড়ে।
ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। শুরু হয় খানাতল্লাশি। স্থানীয় মানুষজনও আতঙ্কিত হয়ে পড়েন। বিস্ফোরণে আশপাশের ঘরবাড়িরও ক্ষতি হয়েছে। ঘটনার পরই তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বিস্ফোরণের দায় স্বীকার করে বিবৃতি দেয়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)