আফগানিস্তানের বাগলান প্রদেশের দান্দ-এ-ঘোরি এলাকা থেকে তালিবান জঙ্গিদের হঠাতে গত ৪ দিন ধরেই সেখানে জোরদার অপারেশন শুরু করেছে আফগান সেনা। আফগান সেনার প্রবল আক্রমণে তাদের শক্ত ঘাঁটি ছেড়ে ক্রমশ পিছু হঠতে বাধ্য হচ্ছে তালিবানরা। তবে গত ২ বছর ধরে এলাকায় নিজেদের একাধিপত্য কায়েম করে রেখেছিল তারা। সেই এলাকা ছেড়ে সহজে যে তালিবান জঙ্গিরা পালাবে না তা অনুমেয়। ফলে প্রবল সংঘর্ষ হচ্ছে আফগান সেনার সঙ্গে।
বৃহস্পতিবার সকালে দান্দ-এ-ঘোরি এলাকার একটি গ্রাম দখল করতে গ্রাম ঘিরে আক্রমণ শুরু করে সেনা। পাল্টা তালিবান জঙ্গিরা জবাব দেয়। শুরু হয় গুলির লড়াই। এই লড়াইতে ১৬ জন তালিবান জঙ্গির মৃত্যু হয়। ১৯ জন গুরুতর আহত হয়। তারপর আর অসুবিধা হয়নি। গ্রাম নিজেদের দখলে নিয়ে নেয় সেনা। গ্রামে খানাতল্লাশি শুরু করে তারা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)