
আফগানিস্তানে গোপন তালিবান ডেরা খুঁজে খুঁজে সেখানে আক্রমণ চালানোর জন্য আমেরিকাকে অনুরোধ করল পাকিস্তান। তেহরিক-ই-তালিবান প্রধান মুল্লা ফজলুল্লা কোথায় লুকিয়ে আছে তা খুঁজে বার করে তাকেও উড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন পাক সেনা প্রধান। আন্তর্জাতিক বিশেষজ্ঞেরা একে ভূতের মুখে রাম নাম বলেই ব্যাখ্যা করছেন। শুক্রবার ইসলামাবাদে আফগানিস্তান নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে আফগানিস্তান ও পাকিস্তানে মার্কিন বিশেষ প্রতিনিধি রিচার্ড ওলসনকে এই অনুরোধ করেছেন পাক সেনা প্রধান রাহিল শরিফ। রাতে পাক সেনার তরফেই একথা জানান হয়েছে। যে পাকিস্তান তালিবানদের সবরকম সাহায্য দিয়ে এসেছে বলে মনে করছে গোটা বিশ্ব। পাকিস্তানকে যে তালিবানদের আঁতুড়ঘর বলে বারবার দাবি উঠেছে। সেই পাকিস্তানের গলায় এমন আজব অনুরোধের কথা অনেকই এখনও বিশ্বাস করতে পারছেন না।