মঙ্গলবার সকাল। আফগানিস্তানের কাবুলের পাঘমান এলাকা দিয়ে যাচ্ছিল একটি সেনা কনভয়। আচমকাই গাড়িটির ওপর এসে পড়ে একটি গাড়ি। তারপর গায়ে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেয় ওই গাড়িতে বসে থাকা তালিবান জঙ্গি। গাড়িতেও বিস্ফোরক মজুত ছিল। বিশাল শব্দ করে ঘটে বিস্ফোরণ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ আফগান সেনার। ৬ সেনা গুরুতর আহত। এদিকে রাস্তার ওপর যখন ঘটনাটি ঘটে তখন আশপাশে কয়েকজন সাধারণ মানুষ ছিলেন। তাঁদের ২ জনের এই বিস্ফোরণে মৃত্যু হয়।
বলাবাহুল্য ঘটনায় ওই জঙ্গিরও মৃত্যু হয়। পরে তালিবানের তরফে এই ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দেওয়া হয়। ঘটনার পর এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালায় পুলিশ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)