তালিবান হানায় মৃত্যু হল ৫ আফগান সেনার। ৬ জন গুরুতর আহত। তাঁদের চিকিৎসা চলছে। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের একটি সেনা ছাউনিতে। মঙ্গলবার রাতের অন্ধকারে আচমকাই ওই সেনা ছাউনিতে হানা দেয় একদল তালিবান জঙ্গি। চারদিক থেকে ঘিরে ঝাঁপিয়ে পড়ে তারা। তাদের সঙ্গে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড ছিল।
আচমকা হামলায় কিছুটা সামলাতে সময় লাগলেও এরপর পাল্টা জঙ্গিদের লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে আফগান সেনা। এই গুলিযুদ্ধে ৫ আফগান সেনার জঙ্গিদের গুলি প্রাণ যায়। ৬ জন আহত হন। পাল্টা বেশ কয়েকজন তালিবান জঙ্গিরও মৃত্যু হয়েছে বলে সেনার তরফে দাবি করা হয়েছে। তবে তার সংখ্যা কত সে সম্বন্ধে পরিস্কার করে কিছু জানাতে পারেনি আফগান সেনা।
২০১৫ সালে দেশের সুরক্ষার দায়িত্ব কাঁধে তুলে নেয় আফগান সেনা ও পুলিশ। ফলে আফগানিস্তানের সুরক্ষার দায়িত্ব থেকে সরে দাঁড়ায় মার্কিন সেনা ও ন্যাটো সেনা। কিন্তু মার্কিন সেনা ও ন্যাটো সেনা সরার পর থেকেই আফগানিস্তানে সে দেশের সেনার মৃত্যু বেড়ে গেছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)