ফের বড়সড় আঘাত হানল তালিবান জঙ্গিরা। আফগানিস্তানের ময়দান শর শহরে রয়েছে আফগান স্পেশাল ফোর্সের একটি ঘাঁটি। সোমবার সকাল ৭টা নাগাদ সেখানেই একটি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ঢুকে পড়ে এক জঙ্গি। গাড়ি নিয়ে হুড়মুড়িয়ে ভিতরে প্রবেশ করেই বিস্ফোরক ফাটিয়ে দেয় সে। এই আত্মঘাতী হামলায় ঘাঁটির একটা বড় অংশ তছনছ হয়ে যায়। আশপাশে থাকা সুরক্ষাকর্মীরা ছিটকে পড়েন। বারুদের পোড়া ধোঁয়ায় ছেয়ে যায় এলাকা। পোড়া বারুদের গন্ধে মিশে যায় আর্তনাদ। ঘটনাস্থলেই ১৮ সুরক্ষা কর্মীর মৃত্যু হয়। ২৭ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে তাঁদের অনেকের দেহাংশ উড়ে গেছে।
এই ঘটনার দায় স্বীকার করেছে তালিবান। তাদের দাবি এই বিস্ফোরণের পর ওই ঘাঁটিতে ঢুকে বেশ কয়েকজন তালিবান জঙ্গি আরও ক্ষতি করে। কিন্তু বিস্ফোরণের পর ওই ঘাঁটির মধ্যে কেউ ঢুকেছিল বলে আফগান সেনার তরফে কিছু জানানো হয়নি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)