সবদিক থেকে আটঘাট বেঁধে অতর্কিতে হামলা। এটাই তালিবানদের কৌশল। সেই কৌশলই শনিবারও প্রয়োগ করার চেষ্টা করেছিল তারা। কিন্তু তাতে কাজের কাজ হয়নি। বরং আফগান সেনার পাল্টা তাড়া খেয়ে এলাকা ছাড়ে তালিবানরা। তবে তার আগে প্রবল গুলির লড়াই হয় ২ পক্ষে। তাতে ১৫ তালিবান জঙ্গির মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে ৬ আফগান সেনারও।
শনিবার সকালে আফগানিস্তানের ফারিয়াব প্রদেশের কাইজার জেলা দখল করতে তালিবানদের একটা বড় দল আচমকা হামলা চালায় একটি চেকপোস্টে। হয়ত এমন কিছু হতে পারে তা আন্দাজ করেই রেখেছিল আফগান সেনা। তাই পাল্টা উত্তর দিতে সময় নষ্ট করেনি। গুলির লড়াইয়ে তাদের একের পর এক সঙ্গীর মৃত্যু হতে দেখে পিছু হঠে তালিবানরা।
এদিন তালিবানরা পালানোর আগে প্রায় ৩ ঘণ্টা আফগান সেনার সঙ্গে লড়াই চালিয়ে যায়। তাতে ১৫ তালিবান জঙ্গির মৃত্যুর পাশাপাশি অনেক তালিবান জঙ্গি আহত হয়েছে। সেই রক্তাক্ত অবস্থায় চম্পট দেয় তারা। এত বড় ধাক্কার পর এদিনের হামলা নিয়ে মুখে কুলুপ এঁটেছে তালিবানরা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)