২টি পৃথক জায়গায় জঙ্গি হামলায় প্রাণ গেল ২৫ জনের। যাঁদের মধ্যে অধিকাংশই পুলিশকর্মী। পাল্টা গুলিতে জঙ্গিদেরও মৃত্যু হয়েছে। ২টি চেক পয়েন্টে হামলা হয়। হামলা হয় রাতের অন্ধকারে। আফগানিস্তানে এই ২টি পৃথক তালিবান হামলায় নতুন করে তালিবান সন্ত্রাস ছড়িয়েছে।
প্রথম ঘটনাটি ঘটে শুক্রবার মধ্যরাতে। গজনী শহরের একটি চেক পয়েন্টে আচমকাই হামলা চালায় তালিবান জঙ্গিরা। অতর্কিত আক্রমণে প্রাথমিকভাবে কর্মরত পুলিশকর্মীরা হতভম্ব হয়ে যান। পরে তাঁরাও পাল্টা গুলি চালান।
গজনী শহরে এই হামলায় ৯ জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। ৬ জন পুলিশকর্মী আহত হয়েছেন। পাল্টা পুলিশের গুলিতে বেশ কয়েকজন তালিবান জঙ্গির মৃত্যু হয় বলে দাবি করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। গজনীতে রাতের অন্ধকারে শুরু হওয়া গুলির লড়াই শুক্রবার সকাল পর্যন্ত বজায় ছিল।
দ্বিতীয় ঘটনাটি ঘটে বাদাখসান প্রদেশে। সেখানেও রাতের অন্ধকারে পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা। পুলিশের সঙ্গে গুলির লড়াই শুরু হয় তাদের। এখানে গুলির লড়াইয়ে ৫ পুলিশকর্মী ও ২ জন সাধারণ মানুষের মৃত্যু হয়। মৃত্যু হয় ৯ তালিবান জঙ্গিরও। তালিবানরা এখানে বন্দুক ও গ্রেনেড নিয়ে হামলা চালায়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)