রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে এর আগেও জঙ্গিরা বড় ধরনের হামলা চালিয়েছে। সোমবারও তাই করল তারা। রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে ঝাঁপিয়ে পড়ল পুলিশের একটি বেস ক্যাম্পে। বন্দুক তো ছিলই, সঙ্গে ছিল গ্রেনেড। কিছু বুঝে ওঠার আগেই ক্যাম্পে গুলি, গ্রেনেড ছুঁড়ে ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করে জঙ্গিরা। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার আগেই জঙ্গিদের গুলি, গ্রেনেডে প্রাণ হারান ৮ পুলিশকর্মী। ৬ পুলিশকর্মী গুরুতর আহত হন। তাঁদের চিকিৎসা চলছে। প্রাথমিক ধাক্কা সামলে পাল্টা আক্রমণ হানে পুলিশও।
পুলিশের পাল্টা আক্রমণে ৭ জঙ্গির মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে আফগানিস্তানের বাল্খ প্রদেশের শাইখা গ্রামে। এখানেই একটি বিশাল পুলিশ ক্যাম্প রয়েছে। আর সেখানেই রাতের অন্ধকারে তালিবানরা আক্রমণ হানে। পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ গুলির লড়াই চলে তালিবানদের। পরে তারা পালিয়ে যায়। কিন্তু যাওয়ার সময় তাদের মৃত ও আহত জঙ্গিদের সঙ্গে করে তুলে নিয়ে যায়।
কীভাবে রাতের অন্ধকারে সুরক্ষায় মোড়া পুলিশ ক্যাম্পে তালিবান জঙ্গিরা প্রবেশ করল, হামলা চালাল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার জেরে এলাকা জুড়েও আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত এখনও আফগানিস্তানের গ্রামাঞ্চলের একটা বড় অংশে তালিবানদের প্রতিপত্তি রয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)