সুরক্ষার জন্য চেকপয়েন্ট। সেখানে পুলিশ মোতায়েন থাকে সারাক্ষণ। সেখানেই আচমকা হামলা চালাল জঙ্গিরা। জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে পাল্টা উত্তর দেয় পুলিশও। শুরু হয় গুলির লড়াই। এই গুলির লড়াই চলে বেশ কিছুক্ষণ। পুলিশের গুলিতে ৭ জঙ্গির মৃত্যু হয়। অন্যদিকে জঙ্গিদের ছোঁড়া গুলিতে ৮ পুলিশকর্মীরও মৃত্যু হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।
ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের চারদারা জেলায়। এখানেই একটি পুলিশ চেকপয়েন্টে হামলা চালায় তালিবান জঙ্গিরা। এই লড়াইয়ে ৬ জঙ্গি আহত হয়েছে। আহত হয়েছেন ১০ পুলিশকর্মীও। গুলির লড়াই চলাকালীনই আরও পুলিশ ফোর্স চেয়ে পাঠানো হয়।
নতুন করে বিশাল পুলিশবাহিনী এলাকায় হাজির হতেই বেগতিক আন্দাজ করতে পারে তালিবান জঙ্গিরা। তারা পালাতে বাধ্য হয়। জঙ্গিরা এলাকা ছেড়ে চম্পট দেওয়ার পর গুলির লড়াই থামে। তবে এলাকা জুড়ে পুলিশি তল্লাশি চলে। জঙ্গিদের খোঁজে চারপাশ তন্নতন্ন করে খুঁজে দেখা হয়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)