তখন কাকভোর। সবে ভোরের আলো ফুটছে। ঠিক সেই সময়ে লুকিয়ে একটি পুলিশ চেক পয়েন্টের কাছে পৌঁছে যায় বেশ কয়েকজন তালিবান জঙ্গি। যে দলের নেতৃত্ব দিচ্ছিল মোল্লা গউসুদ্দিন। তালিবানদের প্রথমসারির কমান্ডার গউসুদ্দিন। তালিবান জঙ্গিদের দলটি আচমকাই চারদিকের নিস্তব্ধতাকে ভেঙে ঝাঁপিয়ে পড়ে পুলিশে চেক পয়েন্টে। তখন ওই চেক পয়েন্টে সুরাক্ষাকর্মীরা মোতায়েন ছিলেন। আচমকা হানায় কিছুটা হতভম্ব হয়ে যানে তাঁরা। তারপর রুখে দাঁড়ান।
শনিবার ভোরে ঘটনাটি ঘটে আফগানিস্তানের হেরাট প্রদেশের করখ জেলার মালুমা এলাকায়। এদিকে চেক পয়েন্টে তালিবান হানার পর পাল্টা গুলি চালায় সুরক্ষাবাহিনী। প্রবল গুলির লড়াইয়ে চারদিকে আতঙ্ক ছড়ায়। ২ পক্ষেই গুলিতে মৃত্যু হতে থাকলেও গুলির লড়াই থামেনি। এই গুলিযুদ্ধ বেশ কয়েক ঘণ্টা স্থায়ী হয়। গুলির লড়াইয়ে বড় সাফল্য আসে আফগান সুরক্ষাবাহিনীর হাতে। গুলির লড়াইয়ে মৃত্যু হল তালিবান কমান্ডার মোল্লা গউসুদ্দিনের। সেই সঙ্গে আরও ৯ তালিবান জঙ্গির মৃত্যু হয়। পাল্টা তালিবানদের গুলিতে মৃত্যু হয় ৯ সুরক্ষাকর্মীর।
ঘটনার জেরে এলাকায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলির লড়াইয়ে মৃত্যুর পাশাপাশি আহত হয়েছে তালিবান জঙ্গি ও সুরক্ষাবাহিনীর কর্মীরা। ১৫ জন তালিবান জঙ্গি গুলিবিদ্ধ হয়েছে। অন্যদিকে ৬ জন সুরক্ষাকর্মীও গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। ঘটনার পর এলাকা ঘিরে ফেলে সুরক্ষাবাহিনী। শুরু হয় তল্লাশি। তালিবানদের বিরুদ্ধে এই অঞ্চলে আরও জোড়াল হবে সুরক্ষাবাহিনীর হানা বলে জানিয়েছেন হেরাট প্রদেশের পুলিশ প্রধান।
তালিবানদের বিরুদ্ধে আফগানিস্তান জুড়েই তল্লাশি চালাচ্ছে আফগান সুরক্ষাবাহিনী। অনেক এলাকা তালিবানদের কব্জা থেকে মুক্তও করেছে তারা। তালিবানদের হটিয়ে দেওয়া হয়েছে। অবশ্য পাল্টা বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের মত ঘটনা ঘটিয়ে চলেছে তালিবানরা। তাদের সঙ্গে মার্কিন বাহিনীর যে শান্তি বৈঠক হয়েছিল তা যে কোনও কাজে আসেনি তাও এসব ঘটনা থেকে পরিস্কার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা