জার্মান দূতাবাসে হামলা চালাল তালিবান জঙ্গিরা। সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু হয়েছে ৪ জনের। ১২০ জন আহত। এঁদের মধ্যে অধিকাংশই অগ্নিদগ্ধ। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের মাজার-এ-শরিফ শহরে। পুলিশ জানিয়েছে, একটি ট্রাক ভর্তি বিস্ফোরক নিয়ে আচমকাই জার্মান দূতাবাসের দেওয়ালে রাতের অন্ধকারে ধাক্কা মারে এক আত্মঘাতী জঙ্গি। দেওয়ার ভেঙে দূতাবাস চত্বরে ঢুকে ফেটে যায় বিস্ফোরক। চারিদিক হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আগুন ছড়িয়ে পড়ে আশপাশেও।
এদিকে সুযোগ বুঝে সুরক্ষা বাহিনীকে লক্ষ করে গুলি চালাতে চালাতে এগোনোর চেষ্টা করে অন্য জঙ্গিরা। পাল্টা গুলি চালাতে শুরু করে সুরক্ষা বাহিনীও। যদিও বিস্ফোরণ ও সন্ত্রাসবাদী হানায় আশপাশের বড় ক্ষতি হলেও দূতাবাসের সকলে সুরক্ষিত আছেন। উত্তর আফগানিস্তানে সন্ত্রাসবাদী কার্যকলাপ রোখার ক্ষেত্রে যে আন্তর্জাতিক শক্তি সরকারের পাশে দাঁড়িয়ে কাজ করছে তার অন্যতম ভূমিকায় রয়েছে জার্মানি। সেই রাগেই এদিন জার্মান দূতাবাসে জঙ্গি হানা বলে মনে করছে কাবুল।