World

জঙ্গি ডেরায় ঢুকে ৬ পণবন্দিকে উদ্ধার করল সেনা

রাতের অন্ধকার তখন গভীর হয়েছে। মিশ কালো অন্ধকার রাতের এই সুযোগকেই কাজে লাগায় আফগান সেনার বিশেষ বাহিনী। ৬ পণবন্দিকে যে তালিবানদের লোকানো ডেরায় রাখা হয়েছে তার খবর আগে থেকেই ছিল। সেইমত সেনার বিশেষ দল মধ্যরাতে অতর্কিতে হানা দেয় আফগানিস্তানের গিরো জেলার তালিবান ডেরায়। হুড়মুড়িয়ে সেখানে ঢুকে পড়ে তারা। তারপর একদম পেশাগত ভঙ্গিতে তালিবানদের আটক করে।

সেনার এই অপারেশনের কথা ঘুণাক্ষরেও টের পায়নি তালিবান জঙ্গিরা। ফলে তারা কিছু বুঝে ওঠার আগেই আফগান সেনার হাতে বন্দি হয় জঙ্গিরা। ওই ডেরায় ৬ জন সাধারণ মানুষকে তুলে নিয়ে গিয়ে পণবন্দি করে রেখেছিল তালিবানরা। তাঁদের পণবন্দি দশা থেকে মুক্ত করে সেনা। ওই তালিবান ডেরার দখলও নেয় তারা। পুরো অপারেশনটাই রাতের মধ্যে সম্পূর্ণ হয়। সেনার এই সাফল্যের পর তালিবানরা মুখে কুলুপ এঁটেছে।


এটাই প্রথম নয়। তালিবানদের গোপন ডেরায় গত সোমবারও রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে হানা দেয় আফগান সেনা। ইমাম সাহিব জেলার ওই গোপন ডেরায় সুরক্ষাকর্মী ও সাধারণ মানুষ মিলিয়ে ১৫ জনকে পণবন্দি করে রেখেছিল তালিবানরা। কিন্তু সেনার তৎপরতায় ১৫ জনই সোমবার মুক্তি পান। ওই অপারেশনে আফগান সেনার কারও গায়ে আঁচড় না লাগলেও ৩ তালিবান জঙ্গিকে খতম করে সেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button