বড়সড় পাল্টা আঘাত। জঙ্গিদের আচমকা হানায় মৃত ১৩ সেনা। একটি চেকপোস্টে হামলা চালায় জঙ্গিরা। জঙ্গি হানার আকস্মিকতা কাটিয়ে পাল্টা আক্রমণ হানার মধ্যেই ১৩ সেনা গুলিবিদ্ধ হন। এরপর অবশ্য গুলির লড়াই চলতে থাকে। যা বেশ কয়েক ঘণ্টা স্থায়ী হয়। পাল্টা তালিবান জঙ্গিদেরও কয়েকজনের প্রাণ গেছে বলে দাবি করেছে আফগান সেনা।
বুধবার ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে। বুধবার রাতের অন্ধকারে চেকপোস্টে হামলা হয়। দস্ত-এ-আর্চি চেকপোস্টে এই হামলা তালিবানের পাল্টা বড় হামলা হিসাবে দেখা হচ্ছে। কারণ তালিবানকে তাদের শক্ত ঘাঁটি থেকে হঠাতে ও এলাকা দখলে নিতে আফগান সেনা মাঝেমধ্যেই আকাশপথে তালিবানের গোপন ডেরায় হামলা চালাচ্ছে। সাফল্যেও পাচ্ছে। তারই পাল্টা আঘাত হানল তালিবানও।
আফগান সেনার তরফে ১৩ জনেরা মৃত্যুর কথা জানানো হলেও তালিবান দাবি করেছে ১৩ নয় তাদের এই হানায় ৩৫ জন সেনার মৃত্যু হয়েছে। ৪ জনকে অপহরণ করেছে তারা। অন্যদিকে সেনার তরফে দাবি করা হয়েছে ৩ জন সেনা কর্মীর খোঁজ পাচ্ছেনা তারা। সেনার বেশ কিছু গাড়িও ধ্বংস করে দিয়েছে তালিবান জঙ্গিরা। আফগান সেনার অনেক অস্ত্রও তারা লুঠ করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা