খোদ আফগান সেনা ঘাঁটিতেই আঘাত হানল তালিবান জঙ্গিরা। মৃত্যু হল কমপক্ষে ২৬ জন সেনার। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে কান্দাহারের কারজালি এলাকায়। ২ দিন আগেই কাবুলে হামলা চালিয়েছিল তালিবান। সেই গাড়ি বোমা হামলায় মৃত্যু হয় ৩৫ জনের। সেই রেশ কাটতে না কাটতেই ফের আঘাত হানল তারা।
সেনা ঘাঁটিতে হামলা বেশ আটঘাট বেঁধেই করেছে তালিবানিরা। প্রায় শ’খানেক জঙ্গি এই হামলা চালায়। যাতে সেনার দিক থেকে কোনও পাল্টা আঘাত এলে তা সামলে নেওয়া যায়। কার্যত যুদ্ধের প্রস্তুতি নিয়েই হামলা চালায় তারা। সঙ্গে ছিল অনেকগুলি গাড়ি। যাতে আসা যাওয়ায় কোনও সমস্যা না হয়। ব্যবহার হয়েছে স্বয়ংক্রিয় রাইফেল। সেনা ঘাঁটি থেকে অনেক অস্ত্রও লুঠ করেছে তারা।
এদিনের আক্রমণ এতটাই গুছিয়ে ছিল যে সেনার তরফে সেভাবে এঁটে ওঠাই সম্ভব হয়নি। তবে কী হচ্ছে তা বোঝার পর পাল্টা আঘাত হানে সেনাও। কিছুটা তালিবান দখলে চলে যাওয়া সেনা ঘাঁটিতে পরে আরও সেনা হাজির হয়ে জঙ্গিদের আক্রমণ করে। সেই গুলির লড়াইয়ে অনেক জঙ্গিরও মৃত্যু হয়েছে।