বাংলা সিনেমা জগতের অন্যতম নক্ষত্র তথা রাজনৈতিক ব্যক্তিত্ব তাপস পালের বুধবার দুপুরে শেষকৃত্য সম্পন্ন হল কেওড়াতলা মহাশ্মশানে। গত সোমবার রাতে তাঁকে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাত ৩টে ৩৫ মিনিটে মৃত্যু হয় তাঁর। মুম্বই থেকে রাতে কলকাতায় আনা হয় দেহ। তারপর ৬১ বছরের তাপস পালের মরদেহ কফিনবন্দি অবস্থায় নিয়ে যাওয়া হয় তাঁর গল্ফ ক্লাব রোডের বাড়িতে। সেখানেই সারারাত শায়িত ছিল দেহ। ছিলেন স্ত্রী কন্যা সহ পরিবারের লোকজন।
সকালে বাড়ি থেকে দেহ বার করে আনা হয় রবীন্দ্র সদনে। বেলা ১১টা থেকে সেখানেই শায়িত ছিল দেহ। টলিউড পাড়ার বহু মানুষ, রাজনৈতিক মানুষজন সকলেই হাজির হন তাপস পালকে শেষবারের মত শ্রদ্ধা জানাতে। অনেকেই কেঁদে ফেলেন সেখানে। কথা বলেন স্ত্রী-কন্যার সঙ্গেও। সাধারণ মানুষেরও দেখার সুযোগ করে দেওয়া হয়। তারপর সেখান থেকে দুপুর ১টার পর দেহ বার করে নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে।
কেওড়াতলা মহাশ্মশানে তাপস পালকে শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন মেয়র সহ নেতা মন্ত্রীরা। যাঁরা রবীন্দ্র সদনেও উপস্থিত ছিলেন। এছাড়াও টলি পাড়ার অনেকেই হাজির হন সেখানে। কেওড়াতলায় প্রয়াত তাপস পালকে গান স্যালুটে শ্রদ্ধা জানানো হয়। তারপর যথাযথ মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। সেইসঙ্গেই শেষ হয় বাংলা সিনেমার একটা যুগের।