এই প্রথম পরপর ২ রাত্রি তারাপীঠ মন্দিরের দরজা খোলা থাকবে পুণ্যার্থীদের জন্য। আগামী শনিবার রাতে অমাবস্যা শুরু হচ্ছে এবং তা থাকছে রবিবার রাত পর্যন্ত। তাই সারারাত মায়ের পুজো দিতে পারবেন পুণ্যার্থীরা। এমনটাই জানিয়েছেন তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়। উল্লেখ্য, আগামী রবিবার কৌশিকী অমাবস্যা। ওইদিন তারাপীঠ মন্দিরে বহু ভক্তের সমাগম হয়ে থাকে। ইতিমধ্যেই ভিড় সামলাতে প্রশাসনিক স্তরে ও তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদের তরফে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ।
প্রশাসন সূত্রে খবর, শনিবার দুপুর থেকেই বহিরাগত যানবাহন তারাপীঠে ঢোকা বন্ধ করে দেওয়ার কথা ভাবা হচ্ছে। রবিবার পর্যন্ত এই নির্দেশ বহাল থাকতে পারে। এছাড়া প্রচুর ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে এবং ড্রোন দিয়েও তারাপীঠ চত্বরের ওপর নজর রাখা হবে। মন্দির চত্বরে প্রায় ৩০০ উর্দিধারী পুলিশের পাশাপাশি যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সাদা পোশাকের পুলিশও মোতায়েন রাখা হবে।
মন্দির কমিটির সভাপতি তারাময়বাবু জানান, এই প্রথম মন্দিরের দরজা এইভাবে খোলা থাকবে। তবে পুণ্যার্থীদের গর্ভমন্দিরের বাইরে রাখা মায়ের চরণ স্পর্শ করেই সন্তুষ্ট থাকতে হবে। পুণ্যার্থীরা মায়ের কাছে প্রণাম নিবেদন করতে পারলেও মন্দিরের গর্ভগৃহে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি থাকছে বলে জানিয়েছেন তিনি।