কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে গত শনিবার থেকেই বীরভূমের তারাপীঠে ভক্তের ঢল। এবার নজিরবিহীনভাবে ২ রাত খোলা থাকছে তারাপীঠের দরজা। এদিন তারাপীঠে ভক্তদের ভিড়ে ছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন অনুব্রতবাবু মাকে পুজো দেন। পুজোর সময়ে ভক্তিতে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। এদিকে গতকালের মত এদিনও সকাল থেকেই ভক্তদের থিকথিকে ভিড়ে সরগরম তারাপীঠ চত্বর। বহু দূরদূরান্ত থেকে ভক্তেরা হাজির হয়েছেন কৌশিকী অমাবস্যায় মায়ের পুজো দিতে। পুজোর ঝুরি মাথায় নিয়ে রোদেই বহু মানুষ দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন পুজো দেওয়ার জন্য। তারামায়ের দর্শন পাওয়ার জন্য।
কথিত আছে, এই কৌশিকী অমাবস্যার রাতেই তারাপীঠে সিদ্ধিলাভ করেন সাধক বামাক্ষ্যাপা। এই পুণ্যতিথিকে সামনে রেখে এদিন তারাপীঠে মায়ের বিশেষ পুজো হয়ে থাকে। নিত্যভোগের সঙ্গে কিছুটা আলাদা হয় এ পুজোয় ভোগ নিবেদন। সেই ভোগ পুজোর পর ভক্তদের বিতরণ করা হয়। ভোগ পেতেও ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।
এদিকে অন্ধকার নামলেই কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠের মন্দিরকে অপূর্ব আলোয় সাজানো হয়েছে। সব মিলিয়ে পুজো, মানুষের ভিড়কে কেন্দ্র করে রবিবারও সরগরম তারাপীঠ।