প্রায় ৩ মাস পর খুলল তারাপীঠ মন্দির
করোনার জন্য প্রায় ৩ মাস বন্ধ থাকার পর অবশেষে খুলল তারাপীঠ মন্দিরের দরজা।
কলকাতা : তারাপীঠ মন্দিরের দরজা বন্ধ হয়েছিল প্রায় ৩ মাস হতে চলল। এরমধ্যে দক্ষিণেশ্বর মন্দির সহ বেশ কিছু মন্দিরের দরজা খুললেও দরজা খোলেনি তারাপীঠ মন্দিরের। অবশেষে রথযাত্রার দিন ভক্তদের জন্য খুলে গেল দরজা। ভোর ৫টার সময় মঙ্গলারতি দিয়ে এদিন শুরু হয় পুজো। ভক্তদের প্রবেশাধিকার দেওয়া হয়। মাকে দর্শনের অনুমতি দেওয়া হয়।
তারাপীঠ মন্দিরে এদিন ভক্তদের জন্য দর্শনের সুযোগ তৈরি হলেও তা হয়েছে শর্তসাপেক্ষে। ভক্তদের একটি স্যানিটাইজার টানেলের মধ্যে দিয়ে প্রবেশ করতে হয়। এছাড়া মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক। সামাজিক দূরত্ববিধি কঠোরভাবে মানতে বলা হয় দর্শনার্থীদের। দাগ কেটে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয়েছে।
মন্দিরের গর্ভগৃহে কেউ প্রবেশ করতে পারছেন না। ভক্তদের মাকে দর্শন করতে হচ্ছে বাইরে থেকে। সেখানে লোহার দরজা বন্ধ। সেই বন্ধ দরজার পিছন থেকেই মাকে দর্শন করতে পারছেন ভক্তেরা। সেবায়েতরা অবশ্য ভিতরে রয়েছেন। তাঁরাও মাস্ক পরেই নিত্যপুজোর দায়িত্ব পালন করছেন। তবে এতদিন পর তারাপীঠে এসে মাকে দর্শন করতে পেরে খুশি মানুষজন। এদিন কাছেপিঠে থাকা মানুষের ঢলই ছিল বেশি। মন্দিরে ১০ জনের বেশি ভক্তের প্রবেশ নিষেধ।