National

প্রয়াত কিংবদন্তী রাজনৈতিক ব্যক্তিত্ব তরুণ গগৈ

চলে গেলেন তরুণ গগৈ। তাঁর মৃত্যু কংগ্রেসের একটা বড় ক্ষতি বলেই মনে করছেন সকলে। জীবনে ১৫ বছর মুখ্যমন্ত্রীর পদ সামলেছেন তিনি।

গুয়াহাটি : গত ২৫ অগাস্ট তাঁর করোনা ধরা পড়ে। তারপরই ৮৬ বছর বয়সী বর্ষীয়ান নেতা তরুণ গগৈকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তারপর টানা ২ মাস ভর্তি ছিলেন তিনি।

কখনও একটু ভাল তো কখনও একটু খারাপ। এভাবেই চলতে চলতে অবশেষে ২৫ অক্টোবর তিনি বাড়ি ফেরেন। কিন্তু বাড়িতে ফেরার পর ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ফের তাঁকে ২ নভেম্বর হাসপাতালে ভর্তি করতে হয়।


তাঁকে ভেন্টিলেটরে রাখতে হয়। ক্রমে একাধিক শরীরের অংশ কাজ করা বন্ধ করতে থাকে। অবশেষে সোমবার সন্ধেয় সব লড়াই থামল। চলে গেলেন দেশের এক বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব।

আজীবন কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন অসমের এই কিংবদন্তী নেতা। ১৯৭১ সালে প্রথমবার অসমের জোরহাট কেন্দ্র থেকে সাংসদ হন তরুণ গগৈ। সে সময় তিনি কার্যতই তরুণ।


তাঁর রাজনৈতিক প্রতিভা নজর কাড়ে ইন্দিরা গান্ধীর। ইন্দিরা গান্ধীই তাঁর হাতে যুব কংগ্রেসের দায়িত্ব তুলে দেন। ১৯৭২ সালে বিয়ে করেন তরুণ গগৈ। ক্রমশ তাঁর রাজনীতিবিদ হিসাবে প্রতিভা সামনে আসতে থাকে তার পরের ৩০ বছরে।

এই সময়কালে তিনি ৬ বার কংগ্রেসের টিকিটে সাংসদ নির্বাচিত হন। টানা ৩০ বছর সাংসদ থাকার পর ২০০১ সালে কংগ্রেসের তরফে তাঁকে অসমের দায়িত্ব নিতে বলা হয়।

২০০১ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে অসমে কংগ্রেস সরকারের নেতৃত্বের দায়িত্ব পড়ে তরুণ গগৈয়ের ওপর। তাঁকে মুখ্যমন্ত্রী পদে বসায় কংগ্রেস।

সে সময় অসমের পরিস্থিতি জটিল। অসম গণ পরিষদের দাপুটে নেতা প্রফুল্ল কুমার মোহান্তি রীতিমত শক্তিশালী। তাঁকেই হারিয়ে অসমে ক্ষমতায় আসে কংগ্রেস।

সে সময় অসমে অশান্তি চরমে পৌঁছেছে। নারকীয় ঘটনা ঘটছে মাঝেমধ্যেই। সেই অসমকে একটা জায়গায় নিয়ে আসার কারিগর হয়ে ওঠেন তরুণ গগৈ।

এমনকি তখন এমন পরিস্থিতি ছিল যে ২০০১ সালে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর তরুণ গগৈ দেখেন রাজ্যসরকারের অর্থভাণ্ডারের পরিস্থিতি এতটাই খারাপ যে সরকারি কর্মীরে মাস মাইনে দেওয়ার ক্ষমতা সরকারের নেই।

তরুণ গগৈ পরিস্থিতির বদল শুরু করেন। ২০১৬ সাল পর্যন্ত অসমের মুখ্যমন্ত্রী ছিলেন তরুণ গগৈ। এই ১৫ বছরে তিনি অসমের ভোল বদলে দিয়েছিলেন। অর্থনৈতিক উন্নতিও ঘটান।

২০১৬ সালে বিজেপির কাছে পরাজিত হয় কংগ্রেস। অসমে ক্ষমতায় আসে বিজেপি। তবে কংগ্রেস নেতা হিসাবে তরুণ গগৈ একজন কিংবদন্তী নামে পরিণত হয়েছিলেন। তাঁর রাজনৈতিক দূরদর্শিতাও ছিল যথেষ্ট। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button