অভিযোগমুক্ত তেহলকা সম্পাদক, বড় ধাক্কা বলে মনে করছে সরকার
ধর্ষণ মামলা থেকে তেহলকা সম্পাদক তরুণ তেজপালকে বেকসুর খালাস করল মেট্রোপলিটন আদালত। যে রায়কে কার্যত মেনে নিতে পারছেনা গোয়া সরকার।
২০১৩ সালে তেহলকার সম্পাদক সাংবাদিক তরুণ তেজপালের বিরুদ্ধে সারা ভারত জুড়ে হৈহৈ পড়ে যায়। তরুণ তেজপালের এক জুনিয়র মহিলা সাংবাদিক তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। গোয়ার একটি পাঁচতারা হোটেলে তাঁকে তরুণ ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই মহিলা।
এই ঘটনায় তরুণ তেজপালকে গ্রেফতারির মুখেও পড়তে হয়। সেই মামলার এদিন রায় ঘোষণা হল। গোয়া মেট্রোপলিটন আদালত শুক্রবার তরুণ তেজপালকে ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি দিয়েছে।
তরুণ তেজপালকে সব অভিযোগ থেকেই যে আদালত মুক্তি দিয়েছে তা তরুণের আইনজীবী জানিয়েছেন।
গোয়া সরকার আদালতে তাদের এই হার মেনে নিতে পারছেনা। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত নিজেই জানিয়েছেন মহিলাদের প্রতি কোনও অসম্মান তাঁরা মেনে নেবেন না।
এই রায়কে বড় ধাক্কা বলেই মনে করছে গোয়া সরকার। তাই এই রায়কে চ্যালেঞ্জ করে তারা বম্বে হাইকোর্টে যাবে বলেও জানিয়ে দিয়েছে।
আদালতে স্বস্তির রায় শোনার পর তরুণ তেজপাল এদিন আদালতের বাইরে এসে সাংবাদিকদের জানান তাঁর পরিবারের জন্য দুঃস্বপ্নের মত ছিল সময়টা। অবশেষে তা কেটে গেছে। তিনি মুক্তি পেয়েছেন।
তরুণ আরও বলেন যে তিনি খুশি যে তিনি আদালত থেকে ন্যায় বিচার পেয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা