সাইরাস মিস্ত্রিকে টাটা সন্সের চেয়ারম্যান পদে পুনর্বহালের নির্দেশ দিয়েছে ন্যাশনাল কোম্পানি ল্ অ্যাপিলেট ট্রাইব্যুনাল। কিন্তু সেই রায়ে খুশি নয় টাটা সন্স। তাই এই রায়কে চ্যালেঞ্জ করে এবার তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল। টাটা সন্স-এর চেয়ারম্যান পদ থেকে সাইরাস মিস্ত্রিকে অপসারণ করা হয়েছিল। সেই অপসারণ বেআইনি বলে দাবি করে ন্যাশনাল কোম্পানি ল্ অ্যাপিলেট ট্রাইব্যুনালে গিয়েছিলেন তিনি।
অবশেষে গত ডিসেম্বরে ট্রাইব্যুনাল জানিয়ে দেয় সাইরাস মিস্ত্রির অপসারণ বেআইনি ছিল। ফলে ফের টাটা সন্স-এর চেয়ারম্যান পদে ফেরাতে হবে তাঁকে। যদিও এখানে একটা ফাঁক আছে। ট্রাইব্যুনালের এই রায় পুনর্বিবেচনার আর্জি জানানো যেতে পারে। সেক্ষেত্রে তা জানাতে হবে আগামী ৪ সপ্তাহের মধ্যে। অন্যথা সাইরাস মিস্ত্রিকে চেয়ারম্যান পদ ফিরিয়ে দিতে হবে।
২০১২ সালের ডিসেম্বরে টাটা সন্স-এর চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান রতন টাটা। সেই জায়গায় আসেন অনেকটাই তরুণ সাইরাস মিস্ত্রি। কিন্তু ২৪ অক্টোবর ২০১৬ সালে তাঁকে সরিয়ে ফের রতন টাটাকেই অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসাবে ফিরিয়ে আনে বোর্ড। টাটার সব ব্যবসার ওপর অধিকার কায়েমের চেষ্টা করছিলেন সাইরাস। এমন অভিযোগের পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগও আনে টাটা গ্রুপের বোর্ড। তারপরই তাঁকে সরানোর প্রক্রিয়া শুরু হয়।
সাইরাস মিস্ত্রি ও রতন টাটার লড়াই ২০১৬ সালে সামনে এসে পড়ে। ২ পক্ষের লড়াই ভারতীয় কর্পোরেট জগতে হৈচৈ ফেলে দেয়। বিষয়টি বিদেশের সংবাদমাধ্যমেও চর্চিত হয়। পরে সাইরাস মিস্ত্রিকে এক এক করে টাটার বিভিন্ন ব্যবসা থেকে সরিয়ে দিতে থাকেন বোর্ড ও শেয়ার হোল্ডাররা। অবশেষে আইনের পথে হাঁটেন সাইরাস। সেই লড়াইতে ডিসেম্বরে জয় পান তিনি। তবে তা বাস্তবায়িত হওয়ার আগেই ফের আইনি লড়াইয়ের মুখে পড়তে হল তাঁকে। এবার লড়াই সুপ্রিম কোর্টে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা