আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন টাটা সন্সের অন্তর্বর্তী চেয়ারম্যান রতন টাটা। এদিন নাগপুরে গিয়ে ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ঠিক কী কারণে রতন টাটার এই সাক্ষাৎ তা এখনও স্পষ্ট নয়। সংস্থার তরফেও কিছু জানানো হয়নি। এ বিষয়ে কিছু জানায়নি আরএসএসও। তবে সম্প্রতি দেশের অন্যতম সেরা সংস্থা টাটার চেয়ারম্যান পদ থেকে সাইরাস মিস্ত্রিকে সরানোর পর থেকে যেভাবে মিস্ত্রি বনাম রতন টাটার কর্পোরেট লড়াই শুরু হয়েছে, তা তারিয়ে উপভোগ করছে দেশের অন্যান্য সমান্তরাল সংস্থাগুলি। এদিকে দু’পক্ষের তিক্ততা ক্রমশ বেড়েই চলেছে। এই অবস্থায় দু’পক্ষই অনড় অবস্থান নিয়েছে। কেউই জমি ছাড়তে নারাজ। রতন টাটা নিজেই টাটা সন্সের চেয়ারম্যান পদে সাইরাস মিস্ত্রিকে নিয়ে আসেন। কিন্তু ক্রমশ দুজনের মধ্যে সম্পর্ক যে তিক্ত হয়েছে তা পরিস্কার হয় গত অক্টোবরে। সংস্থায় নিজের পায়ের তলার মাটি যখন ধীরে ধীরে শক্ত করে তুলছিলেন সাইরাস তখনই আচমকা টাটা সন্সের বৈঠকে সাইরাসকে রাতারাতি সরিয়ে সেখানে সংস্থার অন্তর্বর্তী চেয়ারম্যান হিসাবে ফিরিয়ে আনা হয় রতন টাটাকে। তারপর একে একে কেড়ে নেওয়া হয় সাইরাসের অন্যান্য পদ। খোঁচা খাওয়া বাঘের মত সাইরাস মিস্ত্রিও এক এক করে ফাঁস করতে থাকেন সংস্থার নানা কথা। এই অবস্থায় আরএসএস প্রধানের সঙ্গে রতন টাটার সাক্ষাৎ নিয়ে বাণিজ্য মহলে কৌতূহল চরমে উঠেছে।