বিখ্যাত বলে কি যা ইচ্ছে করা যায়, আড়াই লক্ষ টাকা জরিমানা গায়িকার
বাড়ির সামনে এসব কি? কেন এসব রয়েছে? কিছুতেই কান না দেওয়ায় এবার আড়াই লক্ষ টাকা জরিমানা হল বিখ্যাত গায়িকার।
তাঁর পরিচিতি নতুন করে বলার অপেক্ষা রাখে না। তিনি যে স্বনামধন্য এবং সদাব্যস্ত তা তাঁর প্রতিবেশিরাও জানেন। কিন্তু তিনি ব্যস্ত বলে তো তাঁর সামাজিক দায়িত্ব কম হতে পারেনা। তাঁর কাজটা তো তাঁকেই করতে হবে।
বিষয়টি নিয়ে বারবার তাঁকে পুরসভার তরফে জানানো হয়েছে। কিন্তু তাতেও কর্ণপাত করেননি তিনি। পুরসভার আধিকারিকরা তাঁর ৩ তলা বাড়ির সামনে এসে রীতিমত বিরক্ত হন।
সেখানে স্তূপ করে পড়ে আছে প্রচুর খবরের কাগজ, বোতল, কার্ডবোর্ড, ন্যাপকিন, সিগারেটের ছাই এবং সিগারেটের কার্টুন। এসব একদিনে জমা হয়নি। একাধিক বছর ধরে পড়ে আছে। যা নিয়ে বিরক্ত প্রতিবেশিরাও।
নিউ ইয়র্ক শহরে কারও বাড়ির সামনে যদি ওই বাড়ি থেকে ফেলে দেওয়া জঞ্জালের স্তূপ তৈরি হয় তাহলে সেই স্তূপ সাফাইয়ের কাজটা গৃহকর্তাকেই করতে হয়। অথচ সেই জঞ্জাল জমতেই থেকেছে কিন্তু তা সাফাইয়ের বন্দোবস্ত করেননি বিখ্যাত মার্কিন গায়িকা ৩৩ বছরের টেলর সুইফট। তার ফল এবার ভুগতে হল তাঁকে।
নিউ ইয়র্ক শহরের পুরসভা টেলর সুইফটকে এভাবে জঞ্জাল জমিয়ে রাখার জন্য ৫ বছরের জন্য ভারতীয় মুদ্রায় আড়াই লক্ষ টাকা জরিমানা করেছে।
এদিকে পুরসভা সিগারেটের কার্টুন এবং সিগারেটের ছাই ফেলে রাখার অভিযোগ করলেও তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন টেলরের অনেক ভক্ত। তাঁরা পাল্টা জানিয়েছেন, টেলর ধূমপানই করেননা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা