নিজের গতিপথ বদলে ফেলেছে তিস্তা নদী, এ কিসের ইঙ্গিত
উত্তরবঙ্গের অন্যতম প্রধান নদী তিস্তা। সেই তিস্তাই তার এতদিন ধরে বয়ে চলা রাস্তা বদলে ফেলেছে। তিস্তার এই নতুন পথে বইতে শুরু করা কিসের ইঙ্গিত।
উত্তরবঙ্গ বললেই দার্জিলিংয়ের কথা মনে আসে, মনে আসে আলিপুরদুয়ারের জঙ্গলের কথা, কালিম্পংয়ের পাহাড়ি সৌন্দর্যের কথা। আর মনে আসে তিস্তা নদীর কথা। উত্তরবঙ্গে আরও অনেকগুলি নদী বয়ে গেছে। তবে তিস্তার মর্যাদা মানুষের মনে একদম আলাদা।
সেই তিস্তাই বহু বছর ধরে যে পথে বয়ে চলছিল, তা থেকে নিজের গতিপথ বদলে ফেলেছে। এখন নতুন পথ খুঁজে সেখান দিয়ে বইছে তিস্তার জল।
সিকিমের প্রলয়ঙ্করী হড়পা বান সিকিম ও উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা এবং সমতলের প্রভূত ক্ষতি করেছে। তার জেরেই তিস্তা নদী পর্যন্ত তার গতিপথ বদলে এখন নতুন পথে প্রবাহিত হচ্ছে।
যে নদী এতদিন ধরে একটা পথ ধরে প্রবাহিত হয়েছে, তা নতুন পথ খুঁজে নিলে তার প্রভাব যেমন প্রকৃতির ওপর পড়ে, তেমনই জনজীবনেও তার প্রভাব পড়ে।
তিস্তার গতিপথ বদলে ফেলা কতটা প্রভাব ফেলল সেটা খতিয়ে দেখতে এবার রাজ্যে আসছেন রিভার রিসার্চ ইন্সটিটিউট-এর বিশেষজ্ঞেরা। ফেব্রুয়ারিতে তিস্তার গতিপথ বদলের সার্বিক প্রভাব খতিয়ে দেখবেন তাঁরা।
রাজ্য সেচ দফতরকে এই বিশেষজ্ঞ দলকে সবরকম সাহায্য করতে বলা হয়েছে। যাতে তারা কাজ সম্পূর্ণ করে রিপোর্ট পেশ করতে পারে।
জানা গেছে তিস্তার এই গতিপথ বদলের হিসাবনিকাশ শুরু হবে শিলিগুড়ির সেবক থেকে। শেষ হবে যেখানে তিস্তা বাংলাদেশে প্রবেশ করেছে সেই জায়গায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা