ঠিক যেন মানুষ, গাড়ির লক খুলে ঢুকল ভাল্লুক
পরিস্কার পিচ ঢালা রাস্তা। সেই রাস্তার ওপর এদিক ওদিক বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়ে আছে। সেখানে রাস্তার ওপর নানা দিক থেকে উড়ে এসে পড়ল খাবার।
পরিস্কার পরিচ্ছন্ন রাস্তা। আদপে ওটা একটি হোটেলের পার্কিং লট। তবে খোলা আকাশের নিচে, পিচ ঢালা রাস্তায়। সেখানেই একটি গাড়ির মালিক তাঁর গাড়ির স্টিয়ারিংয়ের দিকে দাঁড়িয়ে চালকের সঙ্গে কথা বলছিলেন। জানতেও পারেননি উল্টোদিক থেকে একজন দিব্যি তাঁর গাড়ির দরজা খুলে ঢুকে পড়েছে ভিতরে।
গাড়ির মালিক দাঁড়িয়ে আছেন অন্যদিকের দরজায়। তাতেও ভয় ডর নেই। নিজের মত করে গাড়ির দরজা খুলে সোজা ভিতরে ঢুকে সে কিছু খোঁজার চেষ্টা করে। উল্টোদিকে স্টিয়ারিংয়ের দরজা দ্রুত বন্ধ করে দেন মালিক।
কারণ যে গাড়ির ভিতরে প্রবেশ করেছে তাকে বার করা তাঁর কম্ম নয়। কালো ভাল্লুকটি তখন গাড়ির মধ্যে ঢুকে তল্লাশি শুরু করেছে।
এদিকে বিষয়টি দেখতে পেয়ে রাস্তায় চারধারে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষজন হাতের কাছে যা খাবার পান তা ছুঁড়তে থাকেন রাস্তায়। যাতে ভাল্লুকটি গাড়িটির ক্ষতি না করে খাবারের লোভে রাস্তায় বেরিয়ে আসে। যদিও সে ভাল্লুক ওসব তোয়াক্কা না করে গাড়িটি পুরো ভাল করে তল্লাশি করে নেয়। তারপর দুলকি চালে বেরিয়ে আসে।
খিদের চোটেই যে তার এই গাড়ির দরজা খোলা তা পরিস্কার। গাড়িতে খাবার থাকতে পারে বলে মনে করেই সে সেখানে তল্লাশি চালায়।
কিছু না পেয়ে রাস্তায় উড়ে আসা খাবার শেষে করে। তারপর রাস্তার ধারে রাখা জঞ্জালের স্তূপেই শেষপর্যন্ত খাবর খুঁজতে থাকে সে।
আমেরিকার টেনেসি-র এই ঘটনা রীতিমত আলোড়ন ফেলেছে। কারও কোনও ক্ষতি অবশ্য ভাল্লুকটি করেনি। তার এই কাণ্ডের ছবি অনেকে ক্যামেরাবন্দি করেন।