মেয়ের টানে প্রবল দুর্যোগের মধ্যে ৫০ কিলোমিটার হাঁটলেন এক বৃদ্ধ
৫০ কিলোমিটার রাস্তা হেঁটে যাওয়া যে কোনও বয়সের জন্যই একটা চ্যালেঞ্জ। তাও আবার দুর্যোগের মধ্যে। মেয়ের টানে বৃদ্ধ বয়সেও ৫০ কিলোমিটার হাঁটলেন বাবা।
রাস্তাটা যদি কোনও গাড়িতে যাওয়া যায় তাহলে ২ ঘণ্টার পথ। কিন্তু গাড়ি চলার মত অবস্থা থাকলে তো গাড়ি নিয়ে যাবেন! প্রাকৃতিক দুর্যোগে সে পরিস্থিতি ছিলনা। রাস্তা কোথায়? অনেক জায়গায় এক হাঁটু কাদা মাটির তলায় হারিয়ে গেছে রাস্তা।
তার মধ্যে দিয়েই হেঁটে চলা। দুর্গম পথ। দুর্যোগের দিন। এমন এক পরিস্থিতিতে কারোরই ওই পথে হাঁটার ঝুঁকি নেওয়ার কথা নয়। কিন্তু এক বৃদ্ধ নিলেন।
কার্যত ট্রেক করে একটানা ৫০ কিলোমিটার রাস্তা হাঁটলেন তিনি। পৌঁছলেন গন্তব্যে। তবে সেখানে গিয়েও বিশ্রাম নেওয়ার সময় তাঁর হাতে ছিলনা।
মেয়ের বিয়েতে যোগ দিতেই বাবার এই পথ হাঁটা। তাঁর বয়সে ওই ৫০ কিলোমিটার পথ ওভাবে হেঁটে যাওয়া কার্যত ভাবনার অতীত। কিন্তু বৃদ্ধ স্থির করেছিলেন যেভাবেই হোক তিনি মেয়ের বিয়েতে পৌঁছবেন।
সেইমত পিঠে একটা ব্যাগে কিছু প্রয়োজনীয় জিনিস পুরে নিয়ে হাঁটা শুরু করেন তিনি। তারপর টানা ১২ ঘণ্টা হেঁটে পৌঁছন মেয়ের বিয়েতে। সেখানে গিয়ে হাতে সময় ছিলনা। তাই দ্রুত স্নান সেরে কনের পিতা সুলভ পোশাকে সজ্জিত হয়ে তিনি মেয়েকে নিয়ে হাজির হন বিয়ের মঞ্চে।
মেয়ের টানে বৃদ্ধের এই ৫০ কিলোমিটার পথ হাঁটা এখন কার্যত কাহিনি হয়ে মুখে মুখে ঘুরছে। সকলেই তাঁকে সেরা পিতার তকমা দিয়েছেন।
দক্ষিণ ক্যারোলিনা থেকে টেনেসি-র পথ হ্যারিকেন হেলেনের দাপটে বিধ্বস্ত। সেই ধ্বংসলীলার মধ্যে দিয়েই পায়ে হেঁটে ৫০ কিলোমিটার পথ অতিক্রম করে বৃদ্ধের মেয়ের বিয়েতে পৌঁছনোর কাহিনি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তা বহু মানুষকে হতবাক করে দিয়েছে।