মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি-র কলিয়েরভিল শহরে একটি বাড়িতে আগুন লেগে মৃত্যু হল ৩ তুতো ভাই-বোনের। এরা সকলেই তেলেঙ্গানার বাসিন্দা। মৃতদের মধ্যে সাথিকা নায়েক-এর বয়স ১৬ বছর। সেই সবচেয়ে বড়। তার বোন জয়া নায়েক (১৩) ও ভাই সুহান নায়েক (১৪)। এই ৩ জনই বিধ্বংসী আগুনে ঝলসে মারা যায়। স্থানীয় কোড্রিয়েট পরিবারের সঙ্গেই থাকত এই ৩ কিশোর কিশোরী। ক্রিসমাসের আনন্দ উপভোগ করতে পার্টি করছিল তারা। সেই সময়ে বাড়িতে আগুন লাগে। আগুনে বাড়ির কর্ত্রী কেরি কোড্রিয়েটও পুড়ে মারা যান। আগুনে দগ্ধ হলেও প্রাণে বেঁচে গেছেন কোড্রিয়েট পরিবারের কর্তা ও তাঁর ছেলে।
কোড্রিয়েট পরিবারের আমন্ত্রণেই ওই ৩ ভাই-বোন তাঁদের বাড়িতে বেড়াতে গিয়েছিল। তাদের বাবা-মা হালেই ভারতে ফিরে এসেছেন। দমকলের প্রাথমিক ধারণা শর্টসার্কিট থেকেই আগুন লাগে। দ্রুত তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। ওই ৩ কিশোর-কিশোরীর দেহ ভারতে ফেরাতে উদ্যোগ শুরু হয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)