প্যানকেকের মধ্যে থেকে আসতে পারেন কয়েকদিন
প্যানকেক তো খাবার জিনিস। তার সঙ্গে থাকার সম্পর্ক কি। এটা মনে হতেই পারে। কিন্তু এ প্যানকেকে থাকা যায়। রাত কাটানো যায়। চাইলে থেকে আসতে পারেন।
প্যানকেক জিনিসটি বেশ লোভনীয়। জিভে জল আনা এই খাবার যেমন খেতে ভাল তেমনই বহুল প্রচলিত। সেই সুস্বাদু খাবারটি যে থাকার আস্তানা হতে পারে তা কে জানত? আদপে প্যানকেক ডে-কে সামনে রেখে এক অভিনব উদ্যোগ সামনে এসেছে। যেখানে একটি বাড়ি তৈরি হয়েছে হুবহু প্যানকেকের মত চেহারায়।
যার ভিতরের সাজসজ্জার সঙ্গেও এই ব্রেকফাস্ট থিমের প্যানকেক বাড়ির সম্পর্ক রয়েছে। কারণ বিছানাগুলোকেও প্যানকেকের মত দেখতে তৈরি করা হয়েছে।
আর তার ওপর পাতা আছে স্ট্রবেরি আর ক্রিমের মত দেখতে বেডশিট এবং বালিশ। প্যানকেক বাড়ির মাথার কাছে গলে পড়ছে চকোলেট।
বাড়ির মধ্যে প্রবেশ করলে মনে হবে যেন প্যানকেকের জগতে প্রবেশ করলেন। সেখানে আবার একটি বিশেষ গন্ধ নাকে আসবে। সে গন্ধ হল পাহাড়ি গন্ধ। যাতে মিশে আছে মিষ্টি এক সিরাপের গন্ধও।
ঘরে বিছানা ছাড়াও রয়েছে বিন ব্যাগ। এটাই চেয়ার বা বসার জায়গা। এগো নামে একটি সংস্থা এই প্যানকেক বাড়ি তৈরি করেছে আমেরিকার টেনেসিতে।
সে বাড়ি শুধু যে সাজানোর জন্য তৈরি হয়েছে এমনটা নয়। এখানে এসে যে কেউ থাকতেও পারেন। কাটিয়ে যেতে পারেন কয়েকটা দিন। বাড়িটির রান্নাঘরেও রয়েছে চমক।
সেখানে প্রবেশ করলে অনেক প্যানকেক দেখতে পাওয়া যাবে। যা খাওয়া যেতেই পারে। যেহেতু প্যানকেক হলুদ রংয়ের হয়ে থাকে, তাই এই বাড়িটির বাইরে ও ভিতরে সর্বত্র হলুদ রংয়ের প্রভাব রয়েছে।