আকাশ থেকে উড়ে এসে মহিলার ওপর ঝাঁপিয়ে পড়ল সাপ
সাপ সামনে এসে পড়তেই পারে। মাটিতে সর্পিল চালে সে সামনে এসে ফণাও তুলতে পারে। গায়ের ওপর এসেও পড়তে পারে। কিন্তু আকাশ থেকে সাপ এল কীভাবে সেটাই প্রশ্ন।
বছর ৬৪-র এক মহিলা তাঁর স্বামীর সঙ্গে তাঁদের জমিতে কাজ করছিলেন। ফাঁকা মাঠের মত খোলা জমি। সেখানে কাজ করার সময় আচমকা তাঁর হাতে যেন আকাশ থেকে কিছু পড়ে। পড়ার পরই সেটি তাঁর ডান হাতে জড়িয়ে যায়। মহিলা তাকিয়ে দেখেন তাঁর হাতে আকাশ থেকে একটি সাপ এসে পড়েছে।
মুহুর্তের অপেক্ষা। তারপরই তিনি আর্তনাদ করে ওঠেন। হাত ঝাড়তে থাকেন সাপটিকে হাত থেকে ছাড়ানোর জন্য। কিন্তু সাপটি ততক্ষণে তাঁর হাত আরও জোরে জড়িয়ে ধরেছে।
এখানেই শেষ নয়। এরপরই ওই মহিলা দেখেন তাঁর হাতের পাশে এসে হাতে ডানার ঝাপটা মারছে একটি চিল। খয়েরি ও সাদা রংয়ের অতিকায় চিলটি তাঁর হাত থেকে সাপটিকে টেনে নেওয়ার চেষ্টা করছিল। আর তা করতে গিয়ে মহিলার হাতে আঘাতও করে ফেলে সে।
সাপটা তারই শিকার। নিজের শিকার ফিরে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছিল চিলটি। সাপটিকে সে মুখে তুলে নিয়ে আকাশে উড়ে গিয়েছিল। কিন্তু তার সংগ্রহ করা খাবারটি কোনওভাবে ছেড়ে পড়ে যায় নিচে। আর নিচে জমিতে না পড়ে পরে ওই মহিলার ডান হাতে।
আতঙ্কে হাত ঝাড়তে গিয়ে হাত উপরে করতে সাপ ছোবলও বসিয়ে দেয় মহিলার মুখে। কিন্তু সেই ছোবল গিয়ে লাগে মহিলার চশমার কাচে। তাতে কাচ ফেটে যায়। কিন্তু তাঁর শরীরে ছোবল বসেনি।
অন্যদিকে মহিলাকে ডানার ঝাপটা মেরেই চলেছে চিলটি। তার খাবার তার ফেরত চাই। এমনভাবে বেশ কিছুক্ষণ চলার পর অবশেষে মহিলা সাপের হাত থেকে হাত ছাড়াতে সমর্থ হন।
সাপ, চিলের এই লড়াইয়ে ওই মহিলা অনেকগুলি আঘাত পান। রক্ত বেরিয়ে যায় একাধিক জায়গায়। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে আমেরিকার টেক্সাসে।