বাড়ির দরজায় চুরি করে পালানো চোরকে দেখা গেল, কিন্তু ধরা গেলনা
বাড়ির দরজায় আসা এক চোর এল। চুরি করল। তারপর বমাল সমেত চম্পটও দিল। কিন্তু তাকে পাকড়াও করা কার্যত দুঃসাধ্য।
একটি বাড়ির দরজায় অর্ডার করা একটি প্যাকেট রাখা ছিল। সে প্যাকেট দরজা খুলে ভিতরে ঢুকিয়ে নেওয়ার কথা বাড়ির লোকজনের। কিন্তু তার আগেই ঘটে গেল ঘটনাটা। হঠাৎ বাড়ির দরজার কাছে হাজির হল এক চোর। তারপর সে সন্তর্পণে এগিয়ে গিয়ে প্রথমে পরীক্ষা করে দেখে প্যাকেটটিকে।
এবার তার পছন্দ হতেই শুরু হয় প্যাকেট মুখে নিয়ে টানাটানি। অবশেষে সেই প্যাকেটকে কব্জা করে সেখান থেকে পালিয়ে যায় সে। বমাল সমেত চোরের সেই চুরি ও পালানোর ছবি ধরা পড়ে ক্যামেরায়।
পুলিশও দেখে পুরো বিষয়টি। কিন্তু তারা কার্যত অসহায়। তাদের প্রায় কিছুই করার নেই। চোরকে ধরার কোনও উপায় তাদের জানা নেই।
ঘটনাটি ঘটেছে টেক্সাসের একটি বাড়িতে। ওই বাড়িতে অর্ডার করা একটি কুকিজের প্যাকেট এসেছিল। সেটাই রাখা ছিল দরজার সামনে। আচমকাই সেখানে হাজির হয় আপাত দৃষ্টিতে একটা ধেড়ে ইঁদুর।
যদিও তা আদপে ধেড়ে ইঁদুর ছিলনা। ছিল ওপোজাম। ওপোজাম হল আমেরিকায় পাওয়া যাওয়া এক ধরনের প্রায় ইঁদুরের মত দেখতে প্রাণি। কিন্তু তারা ইঁদুর নয়। একেবারে অন্য প্রজাতির জীব। যার স্তন্যপায়ী হয়। থাকে গাছে।
এদের পোজাম নামেও ডাকা হয়ে থাকে। আমেরিকা ও কানাডাতেই এদের দেখা যায়। দেখলে কিন্তু অনেকেই ইঁদুর বলে ভুল করতে পারেন। এমনই তাদের চেহারা ও মুখ।