ম্যাজিকের মত ফেরত এল হিরের আংটি
একটা হিরের আংটি তাঁর আঙুলে ছিল। সেটি একদিন হারিয়ে যায়। সেই আংটি যে এমন নাটকীয়ভাবে তাঁর কাছে ফেরত আসতে পারে তা কল্পনাও করতে পারছেন না ওই মহিলা।
একেই বলে কপাল। এ যেন তাঁর পাওয়ারই ছিল। আর তিনি তা পেলেনও। একটি হিরের আংটি সমুদ্রের ধারে বেড়ানোর সময় তাঁর হাতে থেকে খুলে পড়ে যায়। কখন যে তা পড়ে যায় তা বুঝতে পারেননি মহিলা। যখন বুঝতে পারেন তখন তন্ন তন্ন করে বালির ওপর খোঁজ শুরু করেন তিনি। কিন্তু চারধারে খোঁজ করেও আংটি আর খুঁজে পাননি।
একে হিরের আংটি তায় আবার বিয়ের। ওই আংটির মূল্য তাঁর কাছে কার্যত অমূল্য। সেটাই হারিয়ে গেল! তিনি সোশ্যাল মিডিয়ায় ওই দ্বীপে যাঁরা সমুদ্রসৈকতে মেটাল ডিটেক্টর দিয়ে ধাতব জিনিস খুঁজে বেড়ান তাঁদের কাছে আবেদন জানান।
তাঁদের মধ্যে কেউ যদি আংটিটা পান তাহলে বড় উপকার হয়। এক দম্পতি তা দেখার পর তাঁদের মেটাল ডিটেক্টের নিয়ে সমুদ্রের ধারে বেরিয়ে পড়েন আংটির খোঁজে। কিন্তু তাঁরাও বালির নিচে এমন কোনও আংটির খোঁজ পাননি।
ঠিক সেইসময় এক প্রেমিক প্রেমিকা ওই সমুদ্রে ধারে একান্তে সময় কাটাচ্ছিলেন। তাঁদের নজরে পড়ে ভেজা বালির মধ্যে একটা মাছ ধরার জাল কেমন জড়িয়ে আটকে আছে।
তাঁরা বালির তলা থেকে ওই জালটি টেনে বার করার লড়াই শুরু করেন। জাল অনেকটাই নিচে পর্যন্ত আটকে থাকায় বালির অনেকটাই তাঁরা খুঁড়ে ফেলেন।
এই সময় অনেক ঝিনুকও তাঁদের হাতে আসে। সেগুলি আঁচলা করে নিয়ে ওই তরুণ বালির ওপর এক দিকে ছুঁড়ে দিতেই দেখা যায় ঝিনুকগুলির সঙ্গে একটা আঁটিও হাওয়ায় উড়ে গিয়ে পড়ল বালির ওপর।
যে দম্পতি মেটাল ডিটেক্টর নিয়ে বেড়িয়েছিলেন আংটির খোঁজে তাঁরা দেখে ছুটে আসেন। তাঁরা এটাও জানান যে ওই আংটিটা বালির এতটাই তলায় ছিল যে তাঁদের মেটাল ডিটেক্টর তার খোঁজ পেত না।
ওই প্রেমিক প্রেমিকাই আংটি খুঁজে দিয়েছেন বলে মেনে নেন তাঁরা। আংটি পড়ে আসল মানুষের কাছে ফেরত যায়। ঘটনাটি ঘটেছে টেক্সাসের গ্যালভেস্টন দ্বীপে।