আরও একবার হামলার শিকার মার্কিন যুক্তরাষ্ট্র। গত এক সপ্তাহে তৃতীয় বার। এবার অকুস্থল টেক্সাসের একটি গির্জা। সাদারল্যান্ড স্প্রিং শহরে এদিনের হামলায় এখনও পর্যন্ত নিহত হয়েছেন ২৭ জন। আহত বহু। শহরের ফার্স্ট ব্যাপটিস্ট চার্চে এদিন ইস্টারের জমায়েত ছিল। সেখানেই এক অজ্ঞাত পরিচয় শ্বেতাঙ্গ তরুণ অটোমেটিক রাইফেল নিয়ে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। ঘটনাস্থলেই একের পর এক মানুষ লুটিয়ে পড়তে মাটিতে। গির্জার মেঝে ভেসে যায় রক্তে। চারদিকে শুরু হয় আর্ত মানুষের চিৎকার। যে যেদিকে পারেন পালিয়ে প্রাণ বাঁচাতে চেষ্টা করেন। ঘটনাস্থলেই মৃত্যু বেশ কয়েকজনের।
আততায়ীয় সঠিক পরিচয় জানা না গেলেও স্থানীয় পুলিশ জানিয়েছে তার বয়স ২০ বছরের আশপাশে। চার্চে গুলি চালানোর সময় উপস্থিত এক ব্যক্তি আততায়ীর হাত থেকে তার রাইফেলটি কেড়ে নেন ও তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন। তখন ওই তরুণ গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাড়া করে গাড়িটিকে। পরে গাড়িটি থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ। এখনও পর্যন্ত হামলার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত নয় মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট ট্রাম্প ট্যুইট করে জানিয়েছেন তিনি পরিস্থিতির উপর নজর রাখছেন। এই মুহুর্তে তিনি জাপান সফররত।