৭ কোটি টাকায় বিক্রি হল ১টা পুরনো বই, কি রয়েছে সেই বইয়ে
১টা পুরনো বইয়ের দাম ৭ কোটি টাকা হতে পারে বললে অনেকে বিশ্বাস করবেননা। কিন্তু সেই দামেই বিক্রি হয়ে গেল ১টা বই। যে বইয়ের চরিত্র সকলের চেনা।
একটি বই। বিশ্বের অন্যতম চর্চিত বই। যে বইয়ের চরিত্রই অসামান্য। বইটি ভূতের বই হিসাবেই পরিচিত। যা প্রথম ছাপা হয়েছিল ১৮১৮ সালে। তা বিক্রি হয়ে গেল ৭ কোটি ৪ লক্ষ টাকায়। কিন্তু কেন?
১৮১৮ সালের অনেক বই বিশ্বজুড়ে ছড়িয়ে আছে। এটার এত দাম! বইটি মেরি শেলি-র লেখা। যে বইটি তিনি তাঁর ২১ বছর বয়সে লিখেছিলেন। আর তা আজও পৃথিবীর মানুষের কাছে সমান জনপ্রিয়।
ব্রিটিশ এই মহিলা লেখকের এই ১৮১৮ সালে প্রকাশিত বইটির একটিমাত্র কপিই ব্যক্তিগত সংগ্রহে ছিল। সেটিই এবার নিলাম হয়ে গেল। সেখানে তার যা দাম উঠল তা ভারতীয় মুদ্রায় ৭ কোটি ৪ লক্ষ টাকার শামিল।
বইটির নাম ‘ফ্র্যাঙ্কেনস্টাইন: অর, দ্যা মডার্ন প্রমিথিউস’। ফ্র্যাঙ্কেনস্টাইন এমন এক চরিত্র যা আজও বিশ্বজুড়ে আলোচিত হয়। বারবার তার নাম উঠে আসে।
১৮১৮ সালে এই বইটি প্রথম প্রকাশিত হয়। প্রথম প্রকাশিত কপিগুলির মধ্যে ৩টি কপি আজও রয়ে গেছে। গোলাপি মলাটে এই ৩টি কপির আবার একটিমাত্র কপি ব্যক্তিগত সংগ্রহে ছিল। সেটা নিলাম হল।
বাকি ২টি রয়েছে নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে। ফলে বিশ্বজুড়ে একটিমাত্র কপি হয়ে যাওয়ায় এটির দাম এমন চরমে পৌঁছে গেল। অনেকেই এই অতি পুরনো বইটির দাম শুনে বিশ্বাস করতে পারছেন না।