গাঁজায় মজেছে ইঁদুরেরা, মাথায় হাত পুলিশের
মহা ফাঁপরে পড়েছে পুলিশ। এতটাই মুশকিল যে তারা রীতিমত সাংবাদিক সম্মেলন ডেকে বিষয়টি জানিয়েছে। জানিয়েছে তাদের মাথায় হাতের কারণ ইঁদুরদের গাঁজা প্রেম।
গাঁজা পেলেই খেয়ে নিচ্ছে। কিছুতেই তাদেরকে গাঁজা থেকে দূরে রাখা যাচ্ছেনা। গাঁজা খেয়ে যে শান্ত হচ্ছে তা তো নয়। গাঁজা খেয়ে চারিদিকে তাণ্ডব চালাচ্ছে তারা। নষ্ট করে দিচ্ছে জিনিসপত্র। একেবারে তছনছ শুরু করে দিচ্ছে।
এমন অবস্থা যে এই ইঁদুরদের গাঁজা থেকে দূরে রাখা যাচ্ছেনা। অনেক সময়ই নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করে পুলিশ। সেগুলিকে তারা প্রমাণ হিসাবে সংরক্ষিত করে।
যেখানে প্রমাণ হিসাবে গাঁজা রাখা হয় সেখানকার খবর কোনওভাবে সেখানে থাকা কিছু ইঁদুরের কাছে পৌঁছেছিল। ব্যস আর যায় কোথায়! পুলিশের বাজেয়াপ্ত করা গাঁজা খেয়ে সাফ করে দিচ্ছে তারা।
টেক্সাসের হিউস্টন শহরে পুলিশ দেখছে তাদের রাখা প্রমাণ সাফ করে দিচ্ছে ইঁদুররাই। ইঁদুরদের ওপর তারা এতটাই রেগেছে যে ইঁদুরগুলিকে মাদকাসক্ত ইঁদুর বলে কটাক্ষ করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে তারা ১ লক্ষ ৮১ হাজার ৪৩৭ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে একটি ঘরে রেখেছিল। সেখানেই হানা দেয় ইঁদুররা। তারপর অনেক গাঁজা খেয়ে ফেলে।
গাঁজা খাওয়ার পর তারা ওই ঘরের সব জিনিসপত্রও নষ্ট করে দেয়। পুলিশের তরফে এটাও স্বীকার করা হয়েছে যে এত গাঁজা পাতা খেয়ে ফেলার প্রভাব ইঁদুরদের ওপর পড়েছে।
তাদের মধ্যে একটা মাদকাসক্ত প্রভাব ছড়িয়ে পড়েছে। তাদের আর এই পাতাগুলি থেকে দূরে রাখা যাচ্ছেনা। ঠিক খুঁজে এসে হাজির হচ্ছে। এর থেকে মুক্তি পাওয়ার রাস্তা খুঁজছে শহরের পুলিশ বিভাগ।