বোয়িং ৭৬৭ কারগো জেটলাইনার। একটি মালবাহী বিমান। এই বিমানটি হিউস্টন থেকে পাড়ি দিয়েছিল মায়ামি-র উদ্দেশে। হিউস্টনের জর্জ বুশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে শনিবার ওড়ে বিমানটি। বিমান ছিলেন ৩ জন। সাধারণত মালবাহী বিমানে কম মানুষই থাকেন। ওড়ার পর বিমানবন্দর থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ পূর্বের কাছে বিমানটির সঙ্গে রাডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে যায় রেডিও যোগাযোগও।
সব যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর দেখা যায় বিমানটি একটি খাঁড়িতে ভেঙে পড়েছে। যে ৩ আরোহী ছিলেন তাঁদের খোঁজ মেলেনি। ভয়ংকর এই দুর্ঘটনা মার্কিন মুলুকে কারগো বিমানের ক্ষেত্রে বড় একটা শোনা যায়না।
ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। গোটা ঘটনার রিপোর্ট চেয়েছে তারা। এছাড়া বোয়িং সংস্থার পক্ষেও জানানো হয়েছে তারা এই দুর্ঘটনা সম্বন্ধে যাবতীয় তথ্য সংগ্রহ শুরু করেছে। ঠিক কী কারণে বিমানটি ভেঙে পড়ল তা এখনও অজানা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা